তুরাগে পড়া ট্যাক্সিক্যাবটির হদিস মেলেনি এখনও

প্রকাশিতঃ 10:07 am | July 22, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঢাকার সাভারের আমিনবাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার ১১ ঘণ্টা পরও সন্ধান পাওয়া যায়নি যাত্রীবাহী ট্যাক্সিক্যাবটির। এর খোঁজে ঘটনাস্থলে ডুবুরি দল কাজ করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

রোববার(২২ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে আমিনবাজারের সালেহপুর ব্রিজে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম অপারেটর মো. ফরহাদ জানান, দুর্ঘটনাস্থলে ডুবুরি দল পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করছে।

ফায়ার সার্ভিসের ৪ নম্বর জোনের কমান্ডার আনোয়ারুল হক বলেন, রাত ১টা থেকে ট্যাক্সিটি উদ্ধারের চেষ্টা করছেন আমাদের পাঁচ সদস্যের একটি ডুবুরি দল। তবে এখনও সেটির কোনো খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ট্যাক্সিক্যাবটি ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী জসিম বলেন, দ্রুতগতির একটি ট্যাক্সিক্যাব হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজ থেকে নদীতে পড়ে যায়। জরুরি সেবার নম্বর ৯৯৯-এ ফোন দিয়ে বিষয়টি জানানো হয়েছে।

সাভার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পারভেজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে দ্রুত ঘটনাস্থলে আসি। এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি দলসহ চারটি ইউনিট কাজ করছে। ওভারটেকিং ও ব্রিজের পাশে ডিভাইডার না থাকায় এ দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে, ট্যাক্সিক্যাবটিতে কোনো যাত্রী ছিল কি-না, তা এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

কালের আলো/এআর/এমএম