‘গলাকাটা’ গুজব প্রতিরোধ ও প্রতিকারে কী করছে পুলিশ, জানালেন আইজিপি
প্রকাশিতঃ 3:27 pm | July 24, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মেপে মেপে কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। সামাজিক পশ্চাৎপদতা ভেঙ্গে মানবিক ও যুক্তিনির্ভর আধুনিক দৃষ্টিভঙ্গি, আত্মবিশ্বাস এবং সমস্যার কার্যকরী সমাধান তাঁর বক্তব্যের মূল উপজীব্য। ফলে কোন সময়েই বাগবাহুল্য হয় না তাঁর বক্তব্য। যতটুকু কাজ করতে পেরেছেন এবং যতটুকু করা সম্ভব সেই বিষয়টির মধ্যেই সীমাবদ্ধ রাখেন নিজেকে।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে স্বার্থান্বেষী মহল : আইজিপি
ব্যতিক্রম ছিলেন না দেশের চলমান ‘গলাকাটা’ গুজব ছড়িয়ে একটি বিশেষ মহলের সুপরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির প্রেক্ষিতে পুলিশ সদর দফতরে বুধবারের (২৪ জুলাই) সংবাদ সম্মেলনেও।
এসব গুজবের উৎসভূমি, মূলহোতা এবং জড়িতদের কীভাবে সনাক্ত করা সম্ভব হয়েছে এবং ‘গলার কাঁটা’ হয়ে উঠা এ গুজব প্রতিরোধে পুলিশ সদর দপ্তর কী ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে, সামাজিক সচেতনতা তৈরিতে তৃণমূল পর্যায়ে কীভাবে পুলিশ সদস্যরা কাজ করবে ইত্যাকার বিষয়গুলোই মূল ফোকাসে রেখেছিলেন পুলিশ প্রধান।
আরও পড়ুন: গুজব রটানোর অভিযোগে ৬০ ফেসবুক ও ১০ অনলাইন বন্ধ : আইজিপি
‘গলাকাটা’ গুজব রটানোর অভিযোগে গণপিটুনি দিয়ে নিরীহ ও নিরাপরাধ মানুষ হত্যার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাঠ পর্যায়ে পুলিশের সকল ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ আইজি।
তিনি বলেন, ‘পুলিশ হেডকোয়াটার্স থেকে জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি প্রেস ব্রিফিং ও প্রেস রিলিজ দেওয়া হচ্ছে। এছাড়াও বাংলাদেশ পুলিশের অফিসিশিয়াল ফেসবুজ পেইজ ও ইউটিউব চ্যানেলে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। মাঠ পর্যায়ের প্রতিটি ইউনিটকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত নির্দেশনাও দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: কাল থেকে সচেতনতা সপ্তাহ, জুম্মার খুতবায় গুজব বিরোধী বক্তব্য দেবেন ইমামরা
গুজব প্রতিরোধে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়ে পুলিশ প্রধান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাঠ পর্যায়ের সকল ইউনিট কমান্ডারদের প্রয়োজনীয় ও সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করেছি। আমরা সবাইকে উদ্ধুদ্ধ করতে চাচ্ছি এ ধরণের সকল প্রেক্ষাপটে পুলিশের সহযোগিতার জন্য।
দেশের নাগরিকদের সমস্যায় কার্যকর ভূমিকা রাখা জরুরি সেবা ৯৯৯’র ব্যবহার এখন গ্রামে-গঞ্জেও ছড়িয়ে পড়েছে বলে জানান আইজিপি। তিনি বলেন, ‘বছর দুয়েক আগে আমরা ৯৯৯ প্রতিষ্ঠা করেছিলাম। ইতোমধ্যেই এর জনপ্রিয়তা গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে আমরা অনেক অপরাধ সনাক্ত করতে পেরেছি। পাশাপাশি অনেক ঘটনা ঘটার আগেই থামিয়ে দিতে সক্ষম হয়েছি।’
আরও পড়ুন: ৮ জনের প্রাণহানির ঘটনার বিশ্লেষণ আইজিপির, ৩১ মামলায় গ্রেফতার ১০৩
‘সারা বাংলাদেশের এসপিদের মাধ্যমে এবং মেট্টোপলিটন পুলিশের মাধ্যমে পার্ক, বাজার, বাসস্ট্যান্ড এবং লোকালয়ে জনসাধারণেক অবহিত ও সচেতনতা বৃদ্ধির জন্য ছোট ছোট আকারে পুলিশ সভা করছে জানিয়ে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমাদের প্রতিটি পুলিশ সদস্যকে নির্দেশনা দেওয়া হয়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসাগুলোতে গিয়ে সকালে অ্যাসেম্বলির সময় শিক্ষক, শিক্ষার্থী, ছাত্র-ছাত্রী সকলের সাথে মতবিনিময় করতে।
এবং বিষয়টি যে স্রেফ গুজব এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই আমাদের সদস্যরা দেশব্যাপী সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। আমরা বলেছি অভিভাবকদের মাধ্যমে এবং দলবদ্ধভাবে ছাত্র-ছাত্রীরা যাতে স্কুলে যাতায়াত এবং আসার সময় নিশ্চিত করে জনগণকে বিষয়টি সম্পর্কে উদ্ধুদ্ধ করতে’ যোগ করেন তিনি।
আরও পড়ুন: গুজবে কান না দিয়ে শিশুদের পদ্মা সেতু ঘুরে দেখার আহ্বান আইজিপির
আরও পড়ুন: জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির
প্রতিটি স্কুল-কলেজের সামনে সাদা পোশাকে পুলিশ সদস্য মোতায়েনের বিষয়টি উল্লেখ করে পুলিশ প্রধান বলেন, ‘দেশের প্রত্যেক স্কুল-কলেজে আমাদের সাদা পোশাকে পুলিশ সদস্য এবং সিসিটিভির আওতায় নিয়ে আসা যায় কীনা এজন্য কর্তৃপক্ষকে উদ্ধুদ্ধ করা হচ্ছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে গত কয়েকদিনে মাইকিং হচ্ছে অনবরত।
তিনি বলেন, ‘কয়েক লক্ষ লিফলেট বিতরণ করেছি। পোস্টারও লাগানো হচ্ছে। স্থানীয় ক্যাবল টিভি নেটওয়ার্কে আমাদের বক্তব্য প্রচার করা হচ্ছে। প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক্স মিডিয়ায় আমাদের বক্তব্য গণমাধ্যমকর্মীরা সবিশেষ গুরুত্ব দিয়ে প্রচার করছেন।’
আরও পড়ুন: গুজবের প্রথম পোস্টটি দুবাই ভিত্তিক, সম্পৃক্ত বিরোধী রাজনীতির সঙ্গে : আইজিপি
গুরুত্বপূর্ণ এ সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড.বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন কোরায়শী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কালের আলো/কেএএই/এমএএএমকে