গুজব রটানোর অভিযোগে ৬০ ফেসবুক ও ১০ অনলাইন বন্ধ : আইজিপি

প্রকাশিতঃ 3:32 pm | July 24, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

‘ছেলেধরা’ বা ‘গলাকাটা’ গুজব রটানোর অভিযোগে সন্দেহজনক ৬০ ফেসবুক অ্যাকাউন্ট, ২৫ টি ইউটিউব চ্যানেল ও ১০ টি অনলাইন নিউজপোর্টাল বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)।

আরও পড়ুন: ‘গলাকাটা’ গুজব প্রতিরোধ ও প্রতিকারে কী করছে পুলিশ, জানালেন আইজিপি

চলমান এ গুজব ছড়ানো প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) কার্যক্রমেরও প্রশংসা করেন পুলিশ প্রধান। তিনি বলেন, ‘র‌্যাব গুজব রটনাকারী উল্লেখযোগ্য সংখ্যক পেইজ চ্যানেল বন্ধ করেছে এবং অপরাধীদের গ্রেফতার করেছে।’

‘পদ্মাসেতু নির্মাণে মানুষের মাথা লাগবে’ এ ধরনের গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করে তোলার অপপ্রয়াস প্রসঙ্গে দেশের মানুষকে সচেতন এবং পুলিশের কার্যকর পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করতে বুধবার (২৪ জুলাই) বেলা ১১টায় পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ প্রধান।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে স্বার্থান্বেষী মহল : আইজিপি

সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণহীন জানিয়ে আইজিপি বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট ব্যবহারে নিয়ন্ত্রণ আমরা করতে পারি না। যেজন্য এসকল মাধ্যম ব্যবহারে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানোর সুযোগ অবাধ।

ইতোপূর্বেও গুজবকে ব্যবহার করে বিভিন্ন ধরণের হীন স্বার্থ হাসিল করা হয়েছে। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি, কিছুদিন আগে সাঈদীকে চাঁদে দেখা গেছে, এ ধরণের একটি গুজব বিশ্বাস করা লোকের অভাব বাংলাদেশে ছিল না। অথচ মানুষ ৫০ বছর আগে চাঁদে গেছে। এখনো কিছু লোক বিশ্বাস করে চাঁদে সাঈদীকে দেখা গেছে।’

আরও পড়ুন: জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির

পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ছবি-আনিসুর রহমান ফারুক

আরও পড়ুন: গুজবে কান না দিয়ে শিশুদের পদ্মা সেতু ঘুরে দেখার আহ্বান আইজিপির

দেশের সহজ-সরল মানুষের প্রেক্ষাপট উল্লেখ করে পুলিশ মহাপরিদর্শক বলেন, ‘আমাদের দেশের মানুষজন খুব সহজ-সরল। তাদের বিভ্রান্তি করা খুবই সহজ। যে কোন পোস্ট যদি ইউটিউবে বা ফেসুকে ছেড়ে দেন এবং সেটি যদি নেগেটিভ হয় তবে শত শত লাইক শেয়ারে ভরে যায়।’

আরও পড়ুন: কাল থেকে সচেতনতা সপ্তাহ, জুম্মার খুতবায় গুজব বিরোধী বক্তব্য দেবেন ইমামরা

উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে যাওয়ায় স্বার্থান্বেষী মহল এ অগ্রযাত্রা রুখতে তৎপর রয়েছে বলে মন্তব্য করেন ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি বলেন, ‘আপনারা জানেন অস্থিরিতা সৃষ্টির সকল আন্দোলন ইতোপূর্বে ব্যর্থ হয়েছে। এ অস্থিরতা সৃষ্টির অন্যান্য উপায় ব্যর্থ হওয়ায় সহজতম উপায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিরিতা সৃষ্টির অপপ্রয়াস নেওয়া হচ্ছে।’

পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ছবি-আনিসুর রহমান ফারুক

আরও পড়ুন: জঙ্গি দমনে ‘বাংলাদেশ মডেল’ ও অপতৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার আইজিপির

‘দেশের বাইরে থেকে যে কেউ সহজেই এ ধরণের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিতে পারে। আমরা আগেই বলেছি, বাংলাদেশের সহজ-সরল মানুষ এ ধরণের যে কোন বিষয়কে সহজেই বিশ্বাস করতে চায়’ যোগ করেন পুলিশ প্রধান।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মহাপরিচালক ও অতিরিক্ত আইজিপি ড.বেনজীর আহমেদ, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান মীর শহীদুল ইসলাম, সিআইডি প্রধান শফিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (অর্থ) শাহাবুদ্দিন কোরায়শী, অতিরিক্ত আইজিপি (এইচআরএম) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, পুলিশের এআইজি (মিডিয়া) সোহেল রানাসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ৮ জনের প্রাণহানির ঘটনার বিশ্লেষণ আইজিপির, ৩১ মামলায় গ্রেফতার ১০৩

কালের আলো/কেএএই/এমএএএমকে