কুড়িগ্রামে অটোরিকশায় বাসের ধাক্কা নিহত ৪
প্রকাশিতঃ 2:43 pm | July 26, 2019

কালের আলো প্রতিবেদক:
কুড়িগ্রাম সদরের কাঁঠালবাড়ী কলেজের পাশে মাদরাসা মোড়ে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন।
শুক্রবার(২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান ও অতিরিক্ত পুলিশ সুপার মেনহাজুল আলম হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ-খবর নেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট জেলার বড়বাড়ী থেকে যাত্রীসহ ব্যাটারিচালিত অটোরিকশাটি কুড়িগ্রামের দিকে যাচ্ছিল। এ সময় রংপুর থেকে কুড়িগ্রামগামী কুমিল্লা-জ ১১-০০১০ অর্পণ নামের মিনিবাসটি পেছন থেকে রিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান।
পরে কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৩ জন মারা যান। আহত ৫ জনের মধ্যে ৪ জনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ও অপর একজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কালের আলো/এআর/এমএম