বজ্রপাতে গ্যাস লাইনে আগুন, সিলেটে ঝরলো শিশুসহ ৫ প্রাণ
প্রকাশিতঃ 12:10 pm | March 18, 2018
কালের আলো রিপোর্ট:
সিলেটের গোলাপগঞ্জে বজ্রপাতের পর গ্যাস লাইন থেকে এক কলোনিতে আগুন লেগে পাঁচজনের মৃত্যু হয়েছে।
গোলাপগঞ্জ থানার ওসি ফজলুল হক শিবলী জানান, শনিবার রাত ২টার দিকে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ক্লাববাজার এলাকায় এ ঘটনা ঘটে। আগুনে দুটি পরিবারের মানুষ ঘুমন্ত অবস্থায় দগ্ধ হন।
নিহতরা হলেন- গোলাপগঞ্জের ফনাইরচক এলাকার মসকন্দ আলীর স্ত্রী শেবু বেগম, দক্ষিণ সুরমার মোগলাবাজার খালেরমুখ এলাকার ফজলু মিয়ার স্ত্রী তাসলিমা বেগম, তার ছেলে তাহমিন এবং নেহাইচক গ্রামের সেবুল মিয়া ও ইয়াহিয়া উদ্দিন। এরা কলোনির ভাড়াটিয়া।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ক্লাববাজারের লয়লু মিয়ার কলোনিতে গভীর রাতে বজ্রপাত হলে তাতে গ্যাস রাইজারে আগুন ধরে যায়। এরপর তা চারিদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সিলেটের ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনে গুরুতর দগ্ধ একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কালের আলো/এমএ