শ্রাবন্তীর কোলে শাকিবপুত্র জয়!

প্রকাশিতঃ 11:51 am | March 19, 2018

শোবিজ প্রতিবেদক, কালের আলো:

ঢাকাই সিনেমার শীর্ষ অভিনেতা শাকিব খান। ঢাকা এবং কলকাতা দুই জায়গার ছবিতেই এখন অভিনয় নিয়ে ব্যস্ত রয়েছন এ জনপ্রিয় নায়ক। সম্প্রতি অপু বিশ্বাসের সঙ্গে কার্যকর হয়েছে তার বিবাহ বিচ্ছেদ।

বর্তমানে ‘ভাইজান এলো রে’ ছবির শুটিংয়ে কলকাতায় রয়েছেন শাকিব খান। ছুটি কাটাতে সেখানে পুত্র আব্রাম খান জয়কে নিয়ে উড়াল দিয়েছেন অপু বিশ্বাসও।

সেখানেই বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে জয়ের। শুধু বাবাই নয়, বাবার নতুন ছবির নায়িকা শ্রাবন্তীর সঙ্গেও দেখা হয় তার। সে সময় শ্রাবন্তী জয়কে কোলে নিয়ে মেতে উঠেন খুনসুটিতেও। রাজপুত্রের মত চেহারার জয়কে নিয়ে ভাইজন এলো রে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের সকল কলাকুশলীই যেন মেতে উঠেন সে সময়।

সুপারস্টারপুত্র জয়কে কোলে নিয়ে সবাই ফটোসেশনেও মেতে উঠেন। এসময় জয়কে কোলে নিয়ে শাকিবের সঙ্গে ফ্রেমবন্দি হন শ্রাবন্তী। সেই ছবির আবার এসকে মুভিজের ফেসবুক পেজে শেয়ার দেয়া হয়। পরে এক খন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় ছবি।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, জয়কে পেয়ে ইউনিটের সবাই খুশিতে আত্মহারা হয়ে উঠে। জয় আসাতে আমারও আনন্দের সীমা নেই। তিনি বলেন, শুটিংয়ের কারণে অনেক দিন ছেলের সঙ্গে দেখা নেই। সবাই আমার জয়ের জন্য দোয়া করবেন।

এদিকে বাবার সুবাদে ইতিমধ্যেই তারকা বনে গেছেন জয়। ইনস্টাগ্রামে ফলোয়ারের দিক দিয়ে বাবাকেও ছাড়িয়ে গেছে সে।

উল্লেখ্য, শাকিব খান শুটিং শেষে আগামী ২১ মার্চ কলকাতা থেকে ঢাকায় ফেরার কথা রয়েছে। ফিরেই আবার ঢাকায় ক্যাপ্টেন খান ছবির শুটিং শুরু করবেন তিনি।

 

কালের আলো/এমএ