বঙ্গবন্ধুর বুকে ছিল ২৪ টি বুলেটের ছিদ্র

প্রকাশিতঃ 1:16 pm | August 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

১৯৭৫ সালের ১৬ আগস্ট টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর লাশ দাফনের জন্য বিপথগামী সেনা সদস্যরা সেদিন সময় বেঁধে দিয়েছিল মাত্র ১৫ মিনিট। এই স্বল্পতম সময়ের মধ্যেই ইতিহাসের মহানায়ককে সেদিন দাফন করা হয়। হেলিকপ্টার থেকে লাশের কফিন নামিয়ে আনার পর সেটি খুলেছিলেন স্থানীয় টুঙ্গিপাড়া গ্রামের কাঠমিস্ত্রি আইয়ুব আলী শেখ।

আরও পড়ুন: ‘হাচু আপা, তোমার আব্বাকে আমি একটু আব্বা বলি’

বঙ্গবন্ধর শৈশবের খেলার বন্ধু আব্দুল মান্নাফ নিজের দু:সহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করে একাধিকবার গণমাধ্যমকে বলেছেন, সেদিন গোটা দেশের সঙ্গে টুঙ্গিপাড়াও শোকে বিহ্বল হয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর কফিন খোলার পর তাঁর বুকে ছিল ২৪ টি গুলির ছিদ্র। ডান হাতের তালুতে একটি। বাঁ পায়ের গোড়ালির পাশে একটি। দুই রানের মধ্যখানে দুটি গুলি। তবে ছিল না একটি আঙুল।

আরও পড়ুন:জাতির স্বপ্নপুরুষকে নৃশংসতম হত্যার অশ্রুঝরা দিন

গোসলের আগে বঙ্গবন্ধুর গায়ের গেঞ্জি, পাঞ্জাবি, লুঙ্গি, পাঞ্জাবির পকেটে রুমাল, তামাকের কৌটা, পাইপ, একটি তোয়ালে, চাদর পাওয়া যায়। বুক গুলিতে ঝাঁঝরা ছিল। গুলি বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়ে গেছে। তখনও শরীর দিয়ে রক্ত ঝরছিল। গায়ে ছিল সাদা গেঞ্জি ও পাঞ্জাবি। পরনে ছিল সাদা চেক লুঙ্গি।

আরও পড়ুন:বঙ্গবন্ধু ৩০০ টাকা দিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদকে

পাঞ্জাবির এক পকেটে ছিল চশমা ও প্রিয় পাইপখানা। আইয়ুব মিস্ত্রিকে দিয়ে কফিন খুলে লাশ বের করা হয়। আশরাফ মোল্লার দোকান থেকে ৫৭০ সাবান কিনে আনা হয়। এ সাবান দিয়ে মন্নাফ শেখ, সোনা মিয়া, ইমান উদ্দিন গাজী গোসল করান বঙ্গবন্ধুকে। এরপর দাফন শেষে সেনা সদস্যরা ডায়েরিতে শেখ আবদুল মন্নাফের সই নিয়ে চলে যান।

কালের আলো/এসআর/এমএএএমকে