স্বজনদের কবরে গোলাপের নরম পাপড়ি ছড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 4:01 pm | August 15, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলোঃ
সেই বনানী কবরস্থান। যেখান শুয়ে আছেন ১৫ আগস্টের ভোর রাতে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা। সেই সারি সারি সবুজ কবরেই প্রধানমন্ত্রীর স্বজনদের চিহ্ন।
কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে নিয়ে বৃহস্পতিবার(১৫ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সেই কবরস্থানেই গেলেন প্রধানমন্ত্রী। সেইসব কবরের উপর তিনি ছড়িয়ে দিলেন নরম পাপড়ি। মোনাজাত করলেন সৃষ্টিকর্তার কাছে। তাদের আত্মার মাগফেরাত কামনা করলেন।
মুখে কিছু বললেন না প্রধানমন্ত্রী। কিন্তু তাঁর অব্যক্ত কথা যেন প্রত্যেকের কর্ণকুহরে বেজে উঠলো। নিজের অন্তর দিয়েই প্রধানমন্ত্রী বলে দিলেন শত কথা।
এসময় ফাতিহা পাঠ ও মোনাজাত করা হয়। পরে শেষে ১৫ আগস্টে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
আওয়ামী লীগের জেষ্ঠ্য নেতাদের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদেরসহ অন্যান্যরা।
কালের আলো/এনএ/বিএ