ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন
প্রকাশিতঃ 7:51 pm | March 20, 2018
![](https://www.kaleralo.com/wp-content/uploads/2018/03/murder-pic.jpg)
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ময়মনসিংহে ছুরিকাঘাত করে স্বপন সরকার (৩৫) নামে এক যুবককে খুন করেছে নেশাখোর বন্ধুরা।
মঙ্গলবার বিকেলে নগরীর রুটিওয়ালা পাড়ার নির্মাণাধীন একটি ভবনে এ ঘটনা ঘটে। স্বপন একটি পরিবহনের সুপারভাইজার বলে জানিয়েছে পুলিশ।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খন্দকার শাকের আহমেদ জানান, প্রায়ই নির্মাণাধীন ওই চার তলা ভবনে নেশা করতো বখাটেরা। এদিন বিকেলেও নেশার একপর্যায়ে বখাটেরা বুকের বাম পাশে স্বপনকে ছুরিকাঘাত করে হত্যা করে মরদেহ ভবনের নিচতলায় ফেলে রেখে চলে যায়।
একই থানার ওসি মাহমুদুল ইসলাম কালের আলোকে জানান, এ ঘটনায় ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
কালের আলো/ওএইচ