কমিশন গঠন করে বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের বিচার করা হবে : শেখ সেলিম

প্রকাশিতঃ 6:07 pm | August 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

তদন্ত কমিশন গঠন করে বঙ্গবন্ধুর হত্যার কুশীলবদের খুজেঁ বের করে বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম (এমপি)।

তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার সঙ্গে জড়িত কিছু লোকের বিচার হয়েছে। কিন্তু কথা হলো বড় নেতাকে, বিশ্ব নন্দিত নেতাকে এবং যিনি আমাদের একটা স্বাধীনতা দিয়েছেন-এমন একজন নেতাকে মুষ্টিমেয় কয়েকজন লোক হত্যা করতে পারে না। আর তাই খুনি, খুনের পরিকল্পনা ও জড়িতদের সামগ্রিক চিত্র উন্মোচনের জন্যই বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের একটা তদন্ত কমিশন গঠনের কথা আমরা চিন্তা করছি।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

শেখ সেলিম বলেন, একটু সময় লাগছে, কিন্তু তদন্ত কমিশনের মাধ্যমে বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে যারা ছিলো তাদেরকে আমরা খুঁজে বের করার চেষ্টা করবো। প্রয়োজনে তাদেরও বিচার করা হবে। তদন্ত কমিশন কলঙ্কিত হত্যাকাণ্ডের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবে।

তিনি বলেন, সবচেয়ে অবাক করা বিষয় হলো যে বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু সারাজীবন কষ্ট করলেন, নির্যাতন ভোগ করলেন সেই বাঙালিরা বঙ্গবন্ধুকে হত্যা করলো। পাকিস্তানিরা কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার সাহস পায়নি।

এর আগে সকাল ১০টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সশস্ত্র বাহিনীর চৌকস দল এ সময় প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে বেঁজে ওঠে করুণ সুর। প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

এরপর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ ও মন্ত্রী পরিষদের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান।

কালের আলো/এমএ/বিআরআর