প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে : মেয়র আতিক

প্রকাশিতঃ 7:46 pm | August 15, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার আহবান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, সেই স্বাধীনতা বিরোধীরা আজও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। যারা এখনও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, তাদেরকে বলতে চাই, বাঙালি আজ ঐক্যবদ্ধ। ইতিহাস থেকে সবার শিক্ষা গ্রহণ করতে হবে।

ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে বনানী কবরস্থানে মেয়র আতিকুল ইসলাম শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এরপর মেয়র সব কাউন্সিলর, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে নিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

কালের আলো/এআর/এমএম