আওয়ামী লীগে কোন সন্ত্রাসীর ঠাঁই নেই-এমপি দুর্জয়

প্রকাশিতঃ 2:57 am | March 21, 2018

মানিকগঞ্জ প্রতিবেদক, কালের আলো :
আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে সহযোগি সংগঠনের নাম ব্যবহার করে কোন সন্ত্রাসী কর্মকান্ড করলে তাদের কঠোর হস্তে দমন করার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিবি) পরিচালক এ.এম নাঈমুর রহমান দুর্জয়।

তিনি বলেছেন, আওয়ামীলীগে কোন সন্ত্রাসীদের জায়গা নেই। যারা সন্ত্রাসী কর্মকান্ড করবে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তরুণ এ সংসদ সদস্য আরো বলেন, বর্তমান সরকার দেশের সার্বিক উন্নয়ন বাস্তবায়নে সফল ভূমিকা রাখায় জাতিসংঘ বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে সীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হচ্ছেন উন্নয়নের রোল মডেল, বিশ্ব মানবতার মা।

বিএনপি জোট সরকার ক্ষমতায় থাকতে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান বিদেশ থেকে এতিমদের নামে কোটি কোটি টাকা এনে জিয়া অরফানেজ ট্রাস্টের নামে মা-ছেলে দুর্নীতির মাধ্যমে লুটপাট করেছে। এতিমদের টাকা আত্মসাতের মামলায় বিচারের মা-ছেলের সাজা হয়েছে। এতিমদের টাকা যারা মেরে খায় ওই বিএনপি ও জামাতকে আর ভোট দিবেন না।

মঙ্গলবার (২০ মার্চ) রাতে মানিকগঞ্জের দৌলতপুর প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় মাঠে বনিক সমিতি উদ্যোগে দু’ দিনব্যাপী নাট্য অনুষ্ঠানের উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বাবুল আক্তার টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কানিজ ফাতেমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, থানা অফিসার ইনচার্জ সুনীল কুমার কর্মকার,দৌলতপুর উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড: এ.কে,এম আজিজুল হক,সাধারন সম্পাদক মো:আব্দুল কুদ্দুস, জেলা পরিষদ ও জেলা আ’লীগের সদস্য মাহাবুবুর রহমান জনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোশারফ হোসেন মুশা, যুগ্ম সাধারন সম্পাদক শওকত আলী খান, সাবেক চেয়ারম্যান মহিদুর রহমান মুক্তা , প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, বাচামারা ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ,বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান হবি,উপজেলা যুবলীগের আহবায়ক হুমায়ন কবির প্রমুখ।

কালের আলো/আরএ