ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর সদর দপ্তর পরিদর্শনে সেনাপ্রধান, বিভিন্ন বিষয়ে আলোচনা

প্রকাশিতঃ 10:14 pm | August 20, 2019

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

ঔপনিবেশিক শক্তি নেদারল্যান্ডসের কাছ থেকে ইন্দোনেশিয়ার স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়ে স্মরণীয় হয়ে আছেন দেশটির জাতীয়তাবাদী সংগ্রামী নেতা আহমেদ সুকর্ণ। বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম এ দেশটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর প্রথম দিকেই স্বীকৃতি দিয়েছিল।

আরও পড়ুন: বাংলাদেশ-ইন্দোনেশিয়া সম্পর্কে নতুন দিগন্ত, দ্বিপাক্ষিক আলোচনায় জেনারেল আজিজ-পারকাসা

বঙ্গবন্ধর নেতৃত্বেই সূচিত হয় ইন্দোনেশিয়ার সঙ্গে লাল-সবুজের অনন্য বাংলাদেশের ভাতৃপ্রতিম সম্পর্ক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও গতিশীল নেতৃত্বে এ সম্পর্ক আরো উষ্ণ হয়েছে। এরই ধারাবাহিকতায় ২৬ কোটি জনসংখ্যা অধ্যুষিত দেশটির সশস্ত্র বাহিনীর সদর দপ্তর পরিদর্শন করেছেন দেশটিতে সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।

মঙ্গলবার (২০ আগস্ট) তিনি এ সদর দপ্তর পরিদর্শন করেন বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ সময় সেনাপ্রধান ইন্দোনেশিয়া সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি জাজান্তো’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তুারা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান দ্বি-পাক্ষিক সহযোগিতা উন্নয়নের বিভিন্ন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন: সেনাপ্রধানকে অনন্য সম্মান, ইন্দোনেশিয়ায় যেন এক টুকরো বাংলাদেশ!

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়ার সশস্ত্র বাহিনীর সদর দপ্তরে পৌঁছলে সশস্ত্র বাহিনীর কমান্ডার এয়ার চীফ মার্শাল হাদি জাজান্তো তাকে স্বাগত জানান। দু’জনের মধ্যে ইন্দোনেশিয়ার সামরিক হার্ডওয়্যার, যোগাযোগ সংক্রান্ত যন্ত্রপাতি ইত্যাদি কেনার সম্ভাব্যতা বিষয়ক আলোচনাও হয়।

এর আগে সেনাপ্রধান ইন্দোনেশিয়ার সেনাবাহিনী প্রধান জেনারেল আন্দিকা পারকাসার সঙ্গে ইন্দোনেশিয়ার সেনাসদর দপ্তরে সৌজন্য সাক্ষাত করেন। গুরুত্বপূর্ণ এ সাক্ষাতে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তর আলোচনা হয়।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ইন্দোনেশিয়া সেনা সদর দপ্তরে পৌঁছালে আনুষ্ঠানিকভাবে ইন্দোনেশিয়া সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন।

একই সূত্র জানায়, চারদিনের সরকারি সফরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ রোববার (১৮ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। তিনি ইন্দোনেশিয়ার বেশ কিছু সামরিক ও অসামরিক স্থাপনা পরিদর্শন করবেন। আগামী শুক্রবার (২৩ আগস্ট) তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

কালের আলো/কেএএই/এমএএএমকে