‘পাষাণ’ নিয়ে কী বললেন মিশা সওদাগর ও সৈকত নাসির?

প্রকাশিতঃ 3:07 am | March 24, 2018

শোবিজ প্রতিবেদক, কালের আলো :
ঢাকা ও ঢাকার বাইরে ১০৬ টি প্রেক্ষাগৃহে চলছে অ্যাকশন ও থ্রিলারধর্মী সিনেমা ‘পাষাণ’। তরুণ চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসিরের এ ছবির মধ্যে দিয়ে নীরবতাও ভাঙতে সক্ষম হয়েছে দেশের সিনেমা হলগুলো। শুক্রবার মুক্তির প্রথম দিনেই আশাতীত দর্শকের উপস্থিতি ছিল দেশের সিনেমা হলসমূহে।

দর্শকনন্দিত এ সিনেমায় ওপার বাংলার মিম ও ঢাকাই চলচ্চিত্রের বিদ্যা সিনহা মিমের পাশাপাশি মিশা সওদাগরের বোন হিসেবে অভিনয় করেছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরাদের অন্যতম বিপাশা কবির।

আধুনিক প্রযুক্তির মিশেলে নির্মিত এ সিনেমার প্রচারণার অংশ হিসেবে শনিবার মধ্যরাতে জনপ্রিয় স্যাটালাইট চ্যানেল এটিএন নিউজের ইয়াং নাইট লাভ বক্স অনুষ্ঠানে হাজির হন অভিনেতা মিশা সওদাগর ও নির্মাতা সৈকত নাসির। সেখানে তারা দু’জনেই নিজেদের উচ্ছ্বসিত প্রশংসা করেন। তাদের আলাপচারিতার চুম্বক অংশ তুলে ধরা হলো কালের আলো’র পাঠকদের জন্য।

১৬ কোটি টাকার কাজ মাত্র দেড় কোটি টাকায়
চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘পাষাণ’র বাজেট প্রায় দেড় কোটি টাকা। এ ছবির ১৬ টি শটের ডিজাইন দেখে আমার মনে হয়েছে বোম্বেতে বাহুবলী গ্রুপটি এটি করলে ১৬ কোটি টাকা খরচ হতো। কিন্তু তরুণ নির্মাতা নাসির মাত্র দেড় কোটি টাকার মধ্যে সিনেমাটি বানাতে সক্ষম হয়েছেন।

দর্শকদের মাঝে সাড়া ফেলা এ সিনেমার আধুনিক প্রযুক্তির ব্যবহারের প্রশংসা করে তিনি বলেন, এ ছবির শটের সঙ্গে আধুনিকতা রয়েছে। কালার কালেকশন চমৎকার। একটি দৃশ্যে হতাশ হয়ে নায়ক যখন গুলি করে তখন কতগুলো সাদা কবুতর উড়ে, ওহ কী দারুণ, উচ্চারণ মিশার কন্ঠে। বলেন, দর্শকদের প্রতি অনুরোধ আপনারা ছবি দেখতে হলে আসেন।

তরুণ নির্মাতার প্রতিভা বিকাশের ছবি
অনুষ্ঠানের শুরুতেই উপস্থাপকের এক প্রশ্নের জবাবে অভিনেতা মিশা সওদাগর বলেন, ‘পাষাণ’ সৈকত নাসিরের তৃতীয় ছবি। এ ছবি’র প্রতিটি চরিত্রের জন্য নির্মাতা (সৈকত নাসির) খেটেছেন। ছবিটি ব্লকবাস্টার। নির্মাতা ভাল কাজ করার চেষ্টা করেছেন।

তিনি বলেন, এখন ভাল ছবি কম হয়। ভাল প্রডাকশন হাউজ কম। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া’র অনেকদিন পর ছবি রিলিজ হয়েছে। এ ছবিটি আমার দেশের ছবি, একজন তরুণ নির্মাতার প্রতিভা বিকাশের ছবি, জোর দিয়ে বলেন মিশা।

অনন্য সৈকত নাসির
ব্যতিক্রমী ভাবনা ও পরিচ্ছন্ন নির্মাণের জন্য অনন্য চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির। নিজের প্রথম ছবি ‘দেশ দ্যা লিডার’ দিয়ে বাজিমাত করেন তিনি। তাঁর পরিচালনায় নির্মিত এ ছবি চার ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়। সেরা চিত্র নাট্যের জন্য সৈকতও পান চলচ্চিত্র পুরস্কার।

উপস্থাপকের প্রশ্নের জবাবে ‘পাষাণ’ সম্পর্কে বলতে গিয়ে সৈকত নাসির বলেন, ‘ভিন্নধর্মের ডিফারেন্ট ট্র্যাকের একটি সিনেমা। এ ছবিটি যখন শুরু করি তখন টার্গেট অর্ডিয়্যান্স ছিল। মিশা ভাইসহ সবাই খুব হেল্প করেছে। তিনি ডিফারেন্ট ক্যারেক্টারে আসতে চেয়েছিলেন। নতুন নির্মাতাদের জন্য তিনি সত্যিই খুব হেল্পফুল।’

ফিল্ম ইন্ডাষ্ট্রিতে পরিবর্তন আসছে
ফিল্ম ইন্ডাষ্ট্রিতে নিজের চার বছরের ক্যারিয়ারের অভিজ্ঞতার গল্প তুলে ধরে সৈকত নাসির বলেন, ফিল্ম ইন্ডাষ্ট্রিতে পরিবর্তন আসছে স্লো গতিতে। যাই হচ্ছে ভালো’র দিকে যাচ্ছে। সবাই আমাদের ফিল্ম ও ইন্ডাষ্ট্রি নিয়ে ভাবছেন। ট্যালেন্টদের কাজের সুযোগ-সুবিধা কম ছিল। ইন ফিউচারে আমরা যেদিকে যাচ্ছি সেটা গুড সাইন।’

হলমুখী দর্শক
‘পাষাণ’ ছবি’র প্রথম দিনেই হল রেকর্ডের প্রশংসা করেন উপস্থাপক। ছবিটি নিয়ে আশাবাদী সৈকত নাসির বলেন, ‘অর্থ না এলে আলোচনায় কিছু হবে না। বিজনেসের জন্য সিনেমা করা। পুরো ইন্ডাষ্ট্রিতে ছবি রিলিজ হয়নি ৩ সপ্তাহ। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দিনে দর্শকরা হলমুখী হয়েছেন।’

কালের আলো/আরএম/এএ