মেয়র আতিককে ‘আমার মেয়র’ বললেন প্রধানমন্ত্রী, জানালেন পা ভাঙার ঘটনা
প্রকাশিতঃ 9:05 am | September 14, 2019
বিশেষ সংবাদদাতা, কালের আলো :
মাত্র এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন আতিকুল ইসলাম। নগর পিতার চেয়ারে বসেই দৃঢ়চেতা মন নিয়ে ঢাকা মহানগরীতে আশা জাগানিয়া পরিবর্তনের সূচনা করতে ছুটে চলেছেন অবিরাম। সমস্যা চিহ্নিত করে সমাধানে কার্যকর উদ্যোগ নিচ্ছেন।
অনেক পদক্ষেপে সফল হয়েছেন। আবার অনেক ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারেননি। কিন্তু শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে অলস বসে না থেকে কাজ করার মানসিকতা নিয়েই নগরবাসীর কাছে দক্ষ গণমুখী কর্মঠ সফল মেয়র হওয়ার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
সৎ সাহস নিয়েই তিনি অবলীলায় উচ্চারণ করেন ‘আমার সততার কোন অভাব নেই। অভিজ্ঞতার অভাব আছে।’ নগরীতে রাত-বিরাতে কোন দুর্ঘটনা ঘটলেই বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। তাদের কষ্ট-যন্ত্রণা অনুভব করে পরম মমতায় বুকে টেনে নিয়েছেন।
সুস্থ, সচল, আধুনিক, পরিবেশবান্ধব, সবুজ ও মানবিক ঢাকা গড়তে পরিকল্পনা মাফিক কাজ করলেও একের পর এক ঘটনা বা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে।
জটিল সমীকরণেও খেঁই না হারিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুপ্রেরণায় সীমাবদ্ধতার দেয়াল ভেঙে নিজের দক্ষতা, সাহস ও কমিটমেন্টের মধ্যে দিয়ে নগরীর সচেতন বাসিন্দা, তরুণ-যুবাদের পাশাপাশি দলীয় শীর্ষ নেতৃত্বের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
এরই মধ্যেই আবার কেউ কেউ আওয়াজ তুলছেন, মেয়র পদে উত্তরে নতুন মুখ খুঁজছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। কিন্তু তাদের কপালে এখন রীতিমতো হাত পড়েছে। ডেঙ্গু থেকে দেশবাসীকে রক্ষায় সরকারের পদক্ষেপের কথা বলতে গিয়ে সংসদে স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়র আতিকুল ইসলামকে ‘আমার মেয়র’ হিসেবে সম্বোধন করেছেন।
একটি বাড়িতে এডিস মশার লার্ভা ধ্বংস করতে গিয়ে হোঁচট খেয়ে তাঁর পা মচকে যাওয়ার বিষয়টিও প্রধানমন্ত্রী নিজেই উপস্থাপন করলেন। মেয়র আতিকুল ইসলামের পা ভাঙার কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘উত্তরের মেয়র বেচারা, ঘরে ঘরে কোথায় এই ধরনের ময়লা আবর্জনা আছে কি না দেখতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে তার পা টাই ভেঙে গেছে।”
অনেকেই বলছেন, ভাঙা পা নিয়ে ঘরে বসে না থেকে নিয়মিত ডেঙ্গু প্রতিরোধে নানামুখী উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। কাজ করার মানসিক শক্তি নিয়েই লক্ষ্য পূরণে প্রতিনিয়তই পরিশ্রম করেছেন। গণজাগরণ ঘটাতেও নগরবাসীর মনে স্বপ্ন বুনেছেন। হয়তো দীর্ঘ সময় পেলে নিজের পরিশ্রম ও প্রাণশক্তি দিয়েই সত্যি সত্যিই বদলে দিবেন ঢাকা উত্তরকে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে একাদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী ভাষণে ডেঙ্গু থেকে দেশবাসীকে রক্ষায় সরকারের পদক্ষেপ তুলে ধরতে গিয়ে মেয়র আতিকুল ইসলামের পা ভাঙার বিষয়টি বলেন প্রধানমন্ত্রী। বিষয়টিকে অনেকেই মেয়র আতিকের প্রতি প্রধানমন্ত্রীর অকৃত্রিম স্নেহ ও প্রগাঢ় ভালোবাসারই বহি:প্রকাশ বলে মনে করছেন।
সেদিন প্রধানমন্ত্রী ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশা ঢাকার তুলনামূলক ধনীদের বাসাতেই হয়েছে বলে জানিয়ে বলেন, ‘হয়েছে বিত্তশালীর বাড়িতে, সাধারণ মানুষের বাড়িতে হয়নি। তারা উপর দিয়ে ফিটফাট ভেতরে সদরঘাট। একদিকে দামি দামি গাড়ি, চকচকে বাড়ি ভেতরে গেলে ময়লা-আবর্জনা। পিছলা খেয়ে আমার উত্তরের মেয়রের পা ভেঙে গেছে।
‘আজকে এসেছিল আমার কাছে। আমি বলেছি, ভাই কোথায় গিয়ে পা ভাঙল? বলে বেশ একজন বিশাল বিত্তশালীর বাড়িতে গিয়েই আমার পা টা ভাঙলাম। এই হলো অবস্থা। বারবার সবাইকে আহ্বান করেছি- এটা খালি সরকার ঠেকাবে কেন, যার যার বাড়ি-ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই মশার লার্ভাটা যেন না হয় সেই ব্যবস্থা করা। নিজেকে নিজে সুরক্ষিত করতে হবে’ যোগ করেন প্রধানমন্ত্রী।
সূত্র জানায়, গত ৯ মাসে জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতায় অন্য মনোনয়ন প্রত্যাশীদের থেকে বেশ এগিয়ে রয়েছেন মেয়র আতিকুল ইসলাম। তাছাড়া তিনি পূর্ণ মেয়াদেও দায়িত্ব পালন করতে পারেননি। মাত্র এক বছরের জন্য দায়িত্বে রয়েছেন। ফলে তাঁর সফলতা-ব্যর্থতার বিষয়টি এখানে বড় করে দেখার সুযোগ নেই।
একই সূত্র নিশ্চিত করেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একাধিক মনোনয়ন প্রত্যাশীর নাম শোনা গেলেও বিতর্কমুক্ত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মাপকাঠিতে আতিকুল ইসলামকেই পছন্দ করেছেন দলটির হাইকমান্ড। ফলে শেষ পর্যন্ত এ সিটিতে মেয়র আতিকুল ইসলামই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রার্থী হচ্ছেন এটা অনেকটাই নিশ্চিত।
কালের আলো/এসএম/এমএএএমকে