‘বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া-না দেয়া নিয়ে আমরা বেকায়দায় আছি’

প্রকাশিতঃ 8:08 pm | March 28, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

বিএনপিকে নিয়ে সরকার খুব বেকায়দায় আছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, “বিএনপিকে সমাবেশ করার অনুমতি দিলে বলে, সরকার বাধ্য হয়ে অনুমতি দিয়েছে। আবার অনুমতি না দিলে বলে, দেশে গণতন্ত্র নেই। এখন আপনারাই বলেন, বিএনপিকে নিয়ে আমরা কী করি?”

বুধবার দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপিকে সমাবেশ করার অনুমতি দেয়ার ব্যাপারে তিনি বলেন, “বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া না দেয়া পুলিশের ব্যাপার। এই সমাবেশের অনুমতি দেয়া না-দেয়া নিয়ে আমরা বেকায়দায় আছি।”

বিএনপির আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “সরকারকে বাধ্য করতে গত নয় বছরে নয় মিনিটের জন্যও বিএনপি কিছু করে দেখাতে পারেনি।”

এ সময় সাংবাদিকেরা রাস্তাঘাটের বেহাল দশার বিষয়ে সেতুমন্ত্রীর কাছে জানতে চান। তিনি বলেন, “তিন-চার মাসের মধ্যেই সংস্কারকাজ শেষ হবে। কাজ শেষ হওয়ার পর মানুষ সুখে-শান্তিতে ও আরামে চলাফেরা করতে পারবে।”

 

কালের আলো/আরএম