রাষ্ট্রপতির আতিথেয়তায় সম্মানিত সাকিব পরিবার
প্রকাশিতঃ 11:46 pm | March 28, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাসায় স্ত্রীকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্বসেরা অলরাউন্ডার জানিয়েছেন, ‘মাটির মানুষ’ আব্দুল হামিদের আতিথেয়তায় তিনি সম্মানিত।
সাকিব এ বিষয়ে লিখেছেন, “গত রাতের সুন্দর আতিথেয়তার জন্য আমাদের সম্মানিত রাষ্ট্রপতিকে আমি ধন্যবাদ দিতে চাই। এমন মাটির মানুষের সঙ্গে ডিনার দারুণ আনন্দের ছিল। সত্যি আমি সম্মানিত।”
রাষ্ট্রপতি এবং তার স্ত্রীর সঙ্গে তোলা ছবির ক্যাপশনে সাকিব এসব কথা লেখেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে তিনি ছবিটি পোস্ট করেন। এর আগে গত ২ মার্চ স্ত্রী আর মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় গিয়েছিলেন সাকিব। মেয়ে আলাইনা হাসান অউব্রির সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটির ভিডিও আর ছবি পোস্ট করেছিলেন সাকিব উম্মে আল হাসান শিশির। সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়।
কালের আলো/আরএম