কালের আলোতে ‘অগ্নিপরীক্ষার অগ্নিপথে ফায়ার সার্ভিস’

প্রকাশিতঃ 9:25 am | September 22, 2019

কালের আলো ডেস্ক:

ভয়াবহ অগ্নিকান্ড, নৌযান ডুবি, ভূমিকম্প। যে কোন দুর্যোগ-দুর্ঘটনা মোকাবেলা-একেকটি অসামান্য চ্যালেঞ্জ। যেন একটা যুদ্ধ। সময়ের সাথে পাল্লা দিয়ে সেই যুদ্ধ জয়ে প্রস্তুত নিচ্ছে বাংলাদেশ। বদলে যাচ্ছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসকে অত্যাধুনিক, শক্তিশালী ও উন্নত কর্মক্ষমতা সম্পন্ন করতে পদক্ষেপ নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: উন্নত বিশ্বের আদলে সাজবে ফায়ার সার্ভিস

সরকার প্রধানের নির্দেশনায় নিজ অধিদপ্তরকে সময়োপযোগী ও উন্নততর করে গড়ে তোলার মহাপরিকল্পনা নিয়ে এগুচ্ছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন।

এ বছরের ০৭ মার্চ তাকে প্রেষণে নিয়োগ দিয়ে চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এরপর চলতি বছরের ১২ মার্চ এ পদে যোগদান করেন।

আরও পড়ুন: চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত ফায়ার সার্ভিস, প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের প্রতি কৃতজ্ঞতা

বিদায়ী মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান আশাবাদী উচ্চারণ করেছিলেন তাঁর উত্তরসূরী সাজ্জাদ হোসাইনকে নিয়ে। সেদিন তিনি বলেছিলেন, ‘নতুন মহাপরিচালকের নেতৃত্বে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর উত্তরোত্তর সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।’

আরও পড়ুন: যেভাবে বিশ্বমানের আধুনিকায়নের পথে ফায়ার সার্ভিস

সেই আশাবাদ যেন বাস্তবিক অর্থেই পূর্ণতা দিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। তাঁর দক্ষ ও গতিশীল নেতৃত্বেই দেশের সাধারণ মানুষের জানমালের সুরক্ষায় ফায়ার সার্ভিস নিজেদের সক্ষমতা বাড়াতে পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কামাল ইতোমধ্যেই বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের ভূমিকার প্রশংসা করেছেন।

আরও পড়ুন: ফায়ার সার্ভিস সদর দপ্তরে ভূমিকম্প সহিষ্ণু আধুনিক ভবন

আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বহুতল ভবনের সব ধরনের দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করা ফায়ার সার্ভিসের বদলে যাওয়ার গল্প নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের উদ্যোগ নিয়েছে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম কালের আলো। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল থেকে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদন ‘অগ্নিপরীক্ষার অগ্নিপথে ফায়ার সার্ভিস’ প্রকাশিত হবে। প্রিয় পাঠক, চোখ রাখুন কালের আলোতে।

কালের আলো/এএ/এমএএএমকে