স্মৃতি জড়ানো বিদ্যাপীঠে পুলিশ প্রধান ড.জাবেদ পাটোয়ারী
প্রকাশিতঃ 2:42 pm | April 02, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো :
ঠিক যেন শৈশবে ফিরে গেলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। চাঁদপুর জেলা সদরের বাবুরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করার পর এ বিদ্যালয় ছেড়েছিলেন তিনি। সময়ের পরিক্রমায় তিনি আজ দেশপ্রেমিক পুলিশ বাহিনীর প্রধান।
কিন্তু যতই পুলিশের ‘নাম্বার ওয়ান’ কর্মকর্তা হন ভুলতে পারেননি প্রিয় বিদ্যালয়ের স্মৃতি। ভালোবাসার টানে শনিবার (৩১ মার্চ) সকালে আবারো এ বিদ্যালয়ে ফিরলেন জাবেদ পাটোয়ারী। স্মৃতি জড়ানো এ বিদ্যাপীঠে গিয়ে যেন শৈশবের স্বর্ণালী দিনগুলোতে ফিরে গেলেন পুলিশ প্রধান।
শৈশবের স্মৃতিঘেরা বিদ্যালয়ে তাকে ফুলেল ভালোবাসায় সিক্ত করলেন স্থানীয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষকরা। নিজের প্রিয় শিক্ষক, বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজটি’র গভর্নিং বডির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ মাস্টারসহ অন্যান্য শিক্ষকদের সান্নিধ্যে আবেগাপ্লুত হয়ে পড়েন আইজিপি।
পুলিশ বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার আগে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে একটানা ৯ বছর সুনাম ও সফলতা সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করেন। জেএমবি’র আমির মাওলানা সাইদুর রহমানের গ্রেফতার থেকে শুরু করে জঙ্গিবিরোধী বেশ কয়েকটি বড় অভিযানের সাফল্যের পুরো কৃতিত্বও গোয়েন্দা শাখার প্রধান হিসেবে তাঁর ঝুলিতে। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনেও আকাশ ছুঁয়ে যেন দন্ডায়মান তাঁর শির।
ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী দক্ষতা, বলিষ্ঠতা ও গতিশীল নেতৃত্বে অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছেন দেশপ্রেমিক পুলিশ বাহিনীকে। নিজের সংগ্রামী শৈশব-কৈশোর পেরিয়ে চাকরি জীবন সবক্ষেত্রেই চ্যালেঞ্জ উত্তীর্ণ মানুষ তিনি।
এসবি’র প্রধান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়েও যখনই সময় পেয়েছেন ছুটে এসেছেন নিজের শৈশব স্মৃতিমাখা স্থানীয় বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে। নানা প্রতিকূলতা ডিঙিয়ে পূর্ণ মনোবল, একাগ্রতা, নিষ্ঠা এবং দৃঢ়প্রত্যয় নিয়ে চাঁদপুরের প্রত্যন্ত মান্দারী গ্রাম থেকে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ জয় করা মানুষ হচ্ছেন এ পুলিশ প্রধান।
এদিন প্রিয় শিক্ষকদের সঙ্গে নিয়েই বিদ্যালয়টি ঘুরে ঘুরে দেখেন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।
আইজিপি’র শিক্ষক বাবুরহাট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজটি’র গভর্নিং বডির সভাপতি শহীদ উল্লাহ মাস্টার কালের আলোকে জানান, তিনি (আইজিপি) বিভিন্ন শ্রেণি কক্ষে ঘুরে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন। ক’দিন পর এ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তিনি আসবেন বলে আমাদের কথা দিয়েছেন।
এ সময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি এস.এম.মনির-উজ-জামান বিপিএম পিপিএম, চাঁদপুর জেলা পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ’র প্রিন্সিপাল মোশারেফ হোসেন, প্রধান শিক্ষক গোপাল চন্দ্র পাল, সাবেক সিনিয়র শিক্ষক শেখ আবদুল হাই, সিনিয়র শিক্ষক শহীদুল্লাহ খান, মৈশাদী ইউপির সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান মিজি, বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ গভর্নিংবডির সদস্য মোঃ সেলিম খান, মোঃ মানিক খান, মোঃ আনোয়ার হোসেন খান, মোঃ ফখরুল ইসলাম রিপন মিজি, উপজেলা আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক মোঃ মনির গাজী প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/আরএস/এএ