ময়মনসিংহ সিটি কর্পোরেশন: উচ্ছ্বাসের জোয়ার ব্রহ্মপুত্রের পাড়ে

প্রকাশিতঃ 7:18 pm | April 02, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :

অবশেষে স্বপ্ন হলো সত্যি। ময়মনসিংহ পৌরসভা উন্নীত হলো সিটি কর্পোরেশনে। ময়মনসিংহ বিভাগের দাবি পূরণের পর বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ময়মনসিংহবাসীর দীর্ঘদিনের প্রাণের আরেকটি দাবি পূরণ করলেন। এখন থেকে পৌরসভার লোকজন সিটি কর্পোরেশনের বাসিন্দা হবেন।

দেশের অষ্টম বিভাগ হিসেবে যাত্রা করার পর এবার ময়মনসিংহ পৌরসভাকে ‘সিটি করপোরেশন’ করার প্রস্তাব সোমবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) অনুমোদন দেয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

এদিকে, সিটি কর্পোরেশনে ময়মনসিংহ উন্নীত হবার খবরে ব্রহ্মপুত্র নদছোঁয়া নগরীতে বইতে শুরু করেছে অন্য রকম আনন্দ। উচ্ছ্বাসের এ জোয়ারে সামিল হয়েছেন জোয়ান-বুড়ো থেকে শুরু করে বাচ্চা-কাচ্চারাও। আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে ওয়ার্ডগুলোর প্রতিটি বাড়ির দূয়ারেও।

দেশের দ্বাদশ সিটি কর্পোরেশন হয়েছে ময়মনসিংহ। আর এ খবরে সোমবার (০২ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ নগরীতে বিশাল আনন্দ শোভাযাত্রা করেছেন শতাব্দীর প্রাচীন ময়মনসিংহ পৌরসভার শেষ মেয়র ও মহানগর আওয়ামী লীগের অন্যতম শীর্ষ নেতা মো: ইকরামুল হক টিটু।

শোভাযাত্রাটি নগরীর টাউন হল এলাকা থেকে শুরু হয়ে নতুন বাজার, গাঙ্গিনারপাড় মোড় ঘুরে নগরীর স্টেশন রোড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় মেয়র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ময়মনসিংহ সিটি কর্পোরেশন। প্রধানমন্ত্রী আমাদের লালিত স্বপ্ন-আকাঙ্খার বাস্তব প্রতিফলন ঘটিয়েছেন। আবারো প্রমাণিত হয়েছে উন্নয়ন অগ্রযাত্রা বঙ্গবন্ধু কন্যা প্রধামন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই সম্ভব।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রস্তাব নিকারে অনুমোদন পাওয়ার আগেই ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলা নিয়ে দেশের অষ্টম বিভাগ অনুমোদন দেয়া হয়। সেই বছরের ১৪ অক্টোবর সরকার ময়মনসিংহ বিভাগ গঠন করে গেজেট প্রকাশ করে।

চলতি বছরের ৩০ আগস্ট ময়মনসিংহে ‘মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড’ নামে দেশের একাদশ শিক্ষা বোর্ড গঠন করা হয়।
সোমবার (০২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটিতে (নিকার) ময়মনসিংহ সিটি কর্পোরেশন অনুমোদন পাওয়ার পর সচিবালয়ে প্রথম এ সুসংবাদটি গণমাধ্যমকে জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এনএম জিয়াউল আলম।

সাংবাদিকদের তিনি জানান, ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া সম্পূর্ণ এবং খাগডহর, চর ঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চর নিলক্ষীয়ার আংশিক পল্লী এলাকাকে পৌরসভার অন্তর্ভুক্ত করে সিটি করপোরেশন এলাকা নির্ধারণ করা হয়েছে।

৯১ দশমিক ৩১৫ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে এই সিটি করপোরেশন গঠিত হবে। জনসংখ্যার ঘনত্ব হবে প্রতি বর্গ কিলোমিটারে ৫ হাজার ১৬৭ জন। সিটি করপোরেশন গঠিত হলে জনসংখ্যা হবে ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন।

 

কালের আলো/আরএস/এসএস