এসআই’কে ছুরিকাঘাতকারী উজ্জ্বল পুলিশের গুলিতে নিহত

প্রকাশিতঃ 12:37 pm | April 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহের গৌরীপুরে এসআই আসাদুজ্জামান আসাদের ওপর হামলার আসামি পুলিশের গুলিতে নিহত হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে সদরের চর কুলিয়ামারি এলাকায় এ ঘটনা ঘটে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান জানান, ২৭ মার্চ রাত ১২টার দিকে উপজেলার জেলখানা রোড এলাকায় আসাদুজ্জামান আসাদ নামে পুলিশের এক উপ-পরিদর্শককে ছুরিকাঘাত করেন স্থানীয় মাদক বিক্রেতা উজ্জ্বল। ঘটনার পরপরই তাকে আটক করার চেষ্টা করে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে উজ্জ্বলকে গ্রেপ্তারে ময়মনসিংহ চর কুলিয়ামারি এলাকায় অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে এসময় পুলিশের গুলিতে নিহত হন উজ্জ্বল।

পুলিশ লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে বলে জানান ওসি।

এদিকে, আহত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছে।

 

কালের আলো/ওএইচ