খালেদাকে আগামী নির্বাচনে লাল নোটিশ দেবে জনগণ: নাসিম

প্রকাশিতঃ 10:05 pm | December 23, 2017

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নোটিশের খেলা শুরু করেছেন অভিযোগ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, তাকে আগামী নির্বাচনে দেশের জনগণ লাল নোটিশ দেবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আওয়ামী লীগনেতা আব্দুর রাজ্জাকের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

এ সময়ে সংসদ সদস্য আসলামুল হক, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু উপস্থিত ছিলেন।

মোহাম্মদ নাসিম বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ করে বলেন, “সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে নির্বাচন যে নিয়মে হওয়ার কথা, ঠিক সে ভাবেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোন বিতর্ক সৃষ্টি করবেন না। নির্বাচনের মাঠে থাকতে হবে। মাঠ ছেড়ে পালাবেন না।”

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পরাজয়ে জনগণের রায় মেনে নেয়া হয়েছে বলে জানান তিনি।

এসময় নাসিম, নির্বাচনে দলীয় প্রার্থীর পরাজয় ও দলের দুর্বলতা বিষয়ে দলীয় ফোরামে বিচার বিশ্লেষণ করা হবে বলে জানান।

তিনি বলেন, “নির্বাচনে পরাজিত হলে তা মেনে নেয়ার মানসিকতা থাকতে হবে। বিএনপি নেতাদের অন্ধত্বের রোগে ধরেছে। বিএনপি নেতারা সরকারের কোন উন্নয়ন দেখতে পায় না। তাদের অন্ধত্ব দূর করতে ওষুধ আবিস্কার করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক চিত্রনায়িকা সারা বেগম কবরী। এছাড়া ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি মোবারক আলী শিকদার, সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ বক্তব্য সভায় বক্তব্য দেন।