মোস্তফা ফিরোজের চোখে রাজনীতির গতি-প্রকৃতি

প্রকাশিতঃ 12:43 am | December 24, 2017

নিজস্ব প্রতিবেদক :
বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশন- এর বার্তা প্রধান মোস্তফা ফিরোজ। সাংবাদিকতা জীবনে নাম কুড়িয়েছেন এনটিভি’র রিপোর্টার হিসেবে। বলা চলে, ওই সময়টাই তার সাংবাদিকতা জীবনের মজবুত ভিত গড়ে দেয়।

আবার নিউজ চ্যানেলের যুগেও বাংলাভিশনে কাজ করে সেই মেধার স্বাক্ষর বয়ে চলেছেন। তার নেতৃত্বেই দর্শক জনমতে বাংলাভিশনের অবস্থান সুদৃঢ়। সংবাদে বৈচিত্র্যময়তা এনেও তিনি নজর কেড়েছেন। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তিনি সক্রিয় সমানতালে। প্রতিনিয়তই বিশ্লেষণ লিখেন।

অনেক সময় তার কী বোর্ডে উঠে আসে সমসাময়িক রাজনীতির গতি-প্রকৃতির দিকও। শক্তিমান ও ঝানু বিশ্লেষক হিসেবেও পাঠক মহলে সমাদৃত হয়েছেন। সবশেষ রংপুর সিটি কর্পোরেশন নিয়েও দু’দলের রাজনৈতিক কৌশল, ভোটযুদ্ধের মর্মকথা তুলে ধরেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, রংপুর সিটির নির্বাচন যে সুষ্ঠু হয়েছে এ বিষয়ে কোন সন্দেহ নাই। তারপরও বিএনপি এটা নিয়ে যেসব কথা বলছে তা মূলত: আগামী নির্বাচনকে মাথায় রেখে। সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের আওতায় সুষ্ঠু নির্বাচন হতে পারে এটার স্বীকৃতি দিতে চায় না বিএনপি।

কারণ জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এক না। স্থানীয় নির্বাচনে সরকার পরিবর্তন হয় না। কিন্তু জাতীয় নির্বাচনে সেটা হয়। তাই জাতীয় নির্বাচনে সরকারের আচরণ স্থানীয় সরকারের মতো হবে না এটা ধরে নিয়েই বিএনপি স্থানীয় নির্বাচনে হারলেও অভিযোগ তুলছে, আবার জিতলেও খুব খুশী না হবার অভিব্যক্তি প্রকাশ করছে।

এর আগে কুমিল্লা নির্বাচনে বিজয়ী হবার পর বলা হয়েছে, সরকারি দলের চাপ না থাকলে বিজয় আরো ব্যাপক হতো। এই সরকার ক্ষমতায় থাকলে নির্বাচন সুষ্ঠু হবে না এটা প্রতিষ্ঠিত করতেই বিএনপি এসব বলছে। রংপুর সিটি নির্বাচনে আগের তুলনায় তাদের ভোট ৬৫ ভাগ বাড়লেও এবং নির্বাচন সুষ্ঠু হলেও রাজনৈতিক কৌশলগত অবস্থানের কারনে বিএনপি এমন কথা বলছে। আর আওয়ামী লীগ আগের তুলনায় ৪১ ভাগ কম ভোট পেয়ে ভরাডুবি হলেও কেবল সুষ্ঠ নির্বাচন হওয়ায় রাজনৈতিক কৌশলে এগিয়ে গেছে।