মানিকগঞ্জে ব্লেন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ
প্রকাশিতঃ 8:40 am | November 03, 2019
কালের আলো ডেস্ক:
মানিকগঞ্জ সদর উপজেলার গিলনডো এলাকায় ব্লেন্ডার বিস্ফোরণে মা ও তাঁর ২ সন্তান দগ্ধ হয়েছেন। শনিবার (০২ নভেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
পরে রাত ৯টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
দগ্ধ তিনজন হলেন, আসমা আক্তার (৪৫), তার ছেলে মো. আরিফ (১৬) ও মেয়ে সুমাইয়া (৬)।
আসমা আক্তারের স্বামী মো ইব্রাহীম জানান, সন্ধ্যায় তিনি বাসার বাইরে ছিলেন। তখন বাসায় তার স্ত্রী আসমা ব্লেন্ডারে চাউল গুড়ো করছিলেন। তখন হঠাৎ সেটি বিস্ফোরিত হয়ে রুমের ভেতর থাকা ২ সন্তানসহ তিনি দগ্ধ হন।
ঢামেক হাসপাতাল সুত্রে জানা যায়, আরিফের শরীরের ৬২ শতাংশ, সুমাইয়ার ৮০ শতাংশ ও আসমার ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে।
কালের আলো/
নভেম্বর ০২, ২০১৯