শ্রাবণের জন্য হেল্পপ্লাস ময়মনসিংহে’র দোয়া মাহফিল
প্রকাশিতঃ 10:14 pm | November 04, 2019

কালের আলো প্রতিবেদক:
ট্রেনে কাটা পড়ে হাত-পা বিচ্ছিন্ন হয়ে মারা যাওয়া শ্রাবণের (১১) শান্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পপ্লাস ময়মনসিংহের উদ্যোগে সোমবার(০৪ নভেম্বর) নগরীর আত্-তাবিয়া ইসলামিয়া মাদ্রাসা ও এতিম খানায় কোরআন শরিফ খতম ও দোয়া মাহফিল আয়োজন করে। আয়োজনে মাদরাসার এতিম ও সাধারণ শিক্ষার্থীদের একবেলা খাবার খাওয়ানো হয়।
এসময় শ্রাবণের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এসময় হেল্পপ্লাস সংগঠনের প্রতিষ্ঠাতা সনিয়া রহমান স্বর্ণা, উপদেষ্ঠা ফখরুল হাসান, সভাপতি আশিকুর রহমান, সাধারন সম্পাদক ইলিয়াস আহমেদ, সাফরান আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ময়মনসিংহ রেলস্টেশনের অদূরে ঢাকাগামী বলাকা মেইল ট্রেনের চাকায় কাটা পড়ে বাম পাশের হাত ও পা হারিয়েছিলেন ১১ বছরের শিশু শ্রাবণ (১১)।
এরপর গত ৩১ অক্টোবর চিকিৎসারত অবস্থায় মারা যায় শ্রাবণ।

এর আগে শিশু শ্রাবণ শনিবার দুপুরে তার ফুফুর বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহ স্টেশনে আসে। পরে ঢাকার বিমানবন্দর এলাকায় নিজ বাসায় যাওয়ার জন্য ময়মনসিংহ থেকে বলাকা ট্রেনের জোড়ায় উঠে বসে। কিছুদূর যাওয়ার পর শ্রাবণ ট্রেন থেকে পড়ে যায়। এতে তার বাম হাত ও বাম পা বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
কালের আলো/এনআর/এসএ