বাবুল চিশতীকে যুবলীগ আহবায়ক শাহীনুর: টাকা দিয়ে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে কেনা যায় না
প্রকাশিতঃ 6:20 pm | April 10, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
অবশেষে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হাতে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি ফারমার্স ব্যাংকের অডিট (নিরীক্ষা) কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী। তাঁর এ গ্রেপ্তারের খবরে ময়মনসিংহে বয়ে যাচ্ছে অবারিত আনন্দের ফল্গুধারা।
বিশেষ করে বিভিন্ন সময়ে তার কুটকৌশল, হুমকি-ধমকি ও নির্যাতনের শিকার সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন। তাদের কথার সূত্র ধরে বেরিয়ে আসছে দেশজুড়ে সমালোচিত ও বিতর্কিত মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী’র নানা অপকর্ম।
দুর্নীতি দমন কমিশন (দুদক) বাবুল চিশতী, তার ছেলে রাশেদ চিশতীসহ গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে ১৬০ কোটি টাকা আত্নসাত ও মানি লন্ডারিং’র অভিযোগ এনে রাজধানীর গুলশান থানায় মঙ্গলবার (১০ এপ্রিল) একটি মামলা দায়ের করে। এ মামলায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বাবুল চিশতীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।
এ গ্রেপ্তারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস লিখেছেন ময়মনসিংহ মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান।
আওয়ামী লীগ পরিবারের সন্তান, বিএনপি-জামায়াত জোটের আতঙ্ক, রাজপথের লড়াকু রাজনীতিক শাহীনুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম গ্রহণের হাস্যেজ্জ্বল ছবি দিয়ে লিখেছেন- ‘অবৈধ টাকা দিয়ে অনেককে কেনা যায় কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কে কেনা যায় না। কারণ তিনি এই দেশকে ভালবাসেন, ভালবাসেন এই দেশের মানুষকে। জয়তু রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।’
মহানগর যুবলীগের আহবায়ক মোহাম্মদ শাহীনুর রহমান প্রশ্ন রেখেছেন, ‘এবার কি করবি আলবদর, দুর্নীতিবাজ বাবুল চিশতী? কোথায় তোর টাকা খাওয়ার বাবারা। টাকা দিয়ে আমাকেসহ আমাদের যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দেরকে মিথ্যা মামলা দিয়ে রেখেছ দিনের পর দিন, এখনও হয়রানী করা হচ্ছে বিভিন্নভাবে, এখনও অনেক নেতাকর্মী জেলে। ইনশাল্লাহ্ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অতিশীঘ্রই মিথ্যা মামলা থেকে সকলেই মুক্তি পাবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’
এদিকে, দেশের অন্যতম শীর্ষ দুর্নীতিবাজ মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতী’র দুদকের হাতে গ্রেপ্তারের খবরে স্বস্তি প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ময়মনসিংহ সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সেলিম সরকার রবার্ট।
দৈনিক কালের আলোকে তিনি বলেন, ‘বাবুল চিশতী কুখ্যাত যুদ্ধাপরাধী। আমার দুই মেয়ে ফারমার্স ব্যাংকে চাকরি করতো। কিন্তু আমি সাংবাদিকদের কাছে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হয়ে কারাগারে থাকা ত্রিশালের সংসদ সদস্য এম.এ.হান্নানের বিরুদ্ধে কথা বলায় বাবুল চিশতী আমার দুই মেয়েকে অন্যায় ও অবৈধভাবে চাকরিচ্যুত করেন। এখন বিতর্কিত ও সমালোচিত বাবুল চিশতী নিজেই দুদকের কাছে গ্রেপ্তার হয়েছেন। তাঁর মতো রাঘব-বোয়াল দুর্নীতিবাজের গ্রেপ্তারে আমরা আনন্দিত।’
আরো পড়ুন: ফারমার্স ব্যাংকে জালিয়াতি: বাবুল চিশতীসহ গ্রেপ্তার ৪
কালের আলো/আরএম/এএ