কোটা সংস্কারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা, ক্লাস-পরীক্ষা বর্জন, অচল ঢাকা

প্রকাশিতঃ 2:58 pm | April 11, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
কোটা সংস্কারের দাবিতে আবারো রাজপথে অবস্থান নিয়েছে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এতে করে উত্তাল হয়ে ওঠেছে সারা দেশ। আন্দোলনের এ দামামা ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) থেকে শুরু হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও ছড়িয়ে পড়েছে।

ফলে বুধবার (১১ এপ্রিল) সকাল থেকেই কার্যত অচল হয়ে পড়েছে রাজধানী। এখানকার বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ড্যাফোডিল ইউনিভার্সিটি ও গ্রীন রোডের এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়কে অবস্থান কর্মসূচি পালন করছেন। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন।

এশিয়া প্যাসিফিক শিক্ষার্থীরা পান্থপথ মোড় অবরোধ করে রাখায় রাসেল স্কয়ার দিয়ে কোনো যানবাহন কারওয়ানবাজারের দিকে আসতে পারছে না। কারওয়ানবাজার থেকেও নিউমার্কেটগামী যান চলাচলও বন্ধ হয়ে গেছে। ধানমণ্ডি ২৭ এ ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখায় মিরপুর-নিউমার্কেট রুটে কোনো যান চলাচল করছে না।

শেরা বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস সাংবাদিকদের জানিয়েছেন, দুপুর ১২ টার দিকে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগারগাঁও পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক বন্ধ করে অবস্থান নিয়েছেন। ফলে মিরপুর-ফার্মগেট- মহাখালীগামী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

আসাদগেট এলাকায় একাধিক পরিবহনের চালক জানান, প্রায় দেড় ঘণ্টায় শ্যামলী থেকে আসাদগেটে আছি। অনেকগুলো রাস্তা বন্ধ থাকায় বাকি রাস্তাগুলোতে চাপ বাড়ায় যানজট বেড়েছে।
বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) আশরাফুল করিম বলেন, আমার এলাকার মধ্যে যমুনা ফিউচার পার্কের সামনে নর্থ সাউথসহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার শিক্ষার্থী রাস্তায় অবস্থান করছে। দুইপাশে রাস্তা বন্ধ করে দেওয়ায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে আছে।

উত্তাল বাকৃবি, ময়মনসিংহ-ঢাকা রেলপথ অবরোধ
কোটা পদ্ধতির সংস্কারের দাবি ও সারাদেশে নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ক্লাস-পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাধারণ শিক্ষার্থীরা। একই সঙ্গে দুপুর সাড়ে ১২ টা থেকে সহস্রাধিক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশনে অবস্থান নিয়ে ময়মনসিংহ-ঢাকা রেলপথ অবরোধ করে রেখেছে।

জানা গেছে, বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়ে জয়নুল আবেদিন মিলনায়তনের সামনে জড়ো হন। তাদের হাতে রয়েছে পোস্টার, প্ল্যাকার্ড।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন
ময়মনসিংহের ত্রিশালে প্রতিষ্ঠিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করে ক্যাম্পাস ছেড়েছে। বুধবার (১১ এপ্রিল) সকাল ১১ টা থেকে তারা ময়মনসিংহ শহরতলী বাইপাস গোলচত্বরে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে নগরীর আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ, নাসিরাবাদ কলেজসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উত্তপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
একই দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হাজার হাজার শিক্ষার্থীরা তিন ঘণ্টা ধরে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন। এতে মহাসড়কে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বুধবার (১১ এপ্রিল) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল শেষে পাঁচ দফার দাবিতে সাড়ে দশটায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। দূর-দরান্ত থেকে আসার জনগণ হেঁটে রাস্তা পার হতে দেখা যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহকারী অধ্যাপক সিকদার মো. জুলকারনাইন বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয় মাথায় রেখে রাস্তা থেকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। তবে শিক্ষার্থীরা তাদের কোন কথাই মানছেন না।

কালের আলো/আরএম/এসএস