সংসদে প্রধানমন্ত্রী ‘কোন কোটার দরকার নেই, মেধার ভিত্তিতে নিয়োগ’
প্রকাশিতঃ 5:56 pm | April 11, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের দাবি দাওয়াও মেনে নিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। কোটা পদ্ধতি ওঠিয়ে দেয়ার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘কেউ যখন চায় না কোন কোটার দরকার নেই। মেধার মাধ্যমেই সব নিয়োগ দেয়া হবে।’
বুধবার (১১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে সংসদ সদস্য ও সাবেক এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পদ্ধতি বাতিল করা হলো। প্রতিবন্ধীদের জন্য বিশেষ বিবেচনায় চাকরি দেয়া হবে। একই সঙ্গে আন্দোলনকারীদের ক্লাসে ফিরে যেতেও আহবান জানান প্রধানমন্ত্রী।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাড়িতে হামলা ও লুটপাটকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন চলাকালে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) বাসভবনে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। যারা এ হামলা করেছে, তারা ছাত্র বলে আমি বিশ্বাস করি না।
প্রসঙ্গত, গত ক’দিন ধরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। তাদের এ আন্দোলনে দেশজুড়ে এক অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
কালের আলো/এএএস/এএ