বঙ্গবন্ধুর নাতি শেখ পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান
প্রকাশিতঃ 4:32 pm | November 23, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতি শেখ ফজলে শামস পরশ যুবলীগের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির পুত্র।
আরও পড়ুন: যুবলীগের নতুন সাধারণ সম্পাদক নিখিল
শনিবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবলীগের কেন্দ্রীয় কংগ্রসে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।
কংগ্রেসের দ্বিতীয় অধিবেশন শেষে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এ অধিবেশনে কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান চয়ন ইসলাম পরবর্তী চেয়ারম্যান হিসেবে পরশের নাম প্রস্তাব করলে বিদায়ী সাধারণ সম্পাদক হারুনুর রশিদ তা সমর্থন করেন। এ পদে আর কোনো নামের প্রস্তাব না ওঠায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন পরশ।
আরও পড়ুন: জাতির পিতাকে হত্যার ক্ষোভ থেকেই রাজনীতি থেকে দূরে ছিলেন শেখ পরশ
যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির সন্তান শেখ ফজলে শামস পরশ এর আগে দলীয় রাজনীতিতে যুক্ত না হলেও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তি হিসেবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের আস্থাভাজন ছিলেন।
শেখ ফজলুল হক মনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অন্যতম প্রধান গেরিলা বাহিনী মুজিব বাহিনী তার নির্দেশে ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে গঠিত এবং পরিচালিত হয়।
কালের আলো/এনএল/এমএইচএ