মোদীকে নিয়ে ভুয়া খবর, মানবজমিনকে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ
প্রকাশিতঃ 11:16 am | November 25, 2019
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে একটি ভুয়া খবর প্রকাশ করায় দৈনিক মানবজমিনকে তিন দিনের মধ্যে ব্যাখ্যা দিতে বলেছে তথ্য মন্ত্রণালয়।
রোববার(২৪ নভেম্বর) সংবাদপত্রটির কাছে প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকারের পাঠানো এক চিঠিতে ব্যাখ্যা তলব করা হয়।
‘মিথ্যা ও ভিত্তিহীন’ এই সংবাদ নিয়ে ভারতীয় হাই কমিশনের প্রতিবাদ পাঠানো এবং তা মানবজমিনে প্রকাশের কথাও উল্লেখ করা হয় চিঠিতে।
এই পদক্ষেপ নেওয়ার কারণ ব্যাখ্যা করে তথ্য মন্ত্রণালয় বলেছে, “এরূপ মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ অশুভ উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়। উপরন্তু বাংলাদেশে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এই ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে বলে সরকার মনে করে।”
মানবজমিনকে এই চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রোববার রাতে বলেন, একই ধরনের সংবাদ প্রকাশ করায় দৈনিক নয়া দিগন্তের কাছেও ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এই বিষয়ে মানবজমিন কিংবা নয়া দিগন্তের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কালের আলো/এনআর/এমএম