হলিউডে অভিষেক হচ্ছে ‘গুপ্তচর’ রাধিকার
প্রকাশিতঃ 12:07 pm | April 18, 2018
শোবিজ ডেস্ক, কালের আলো:
গুপ্তচর নূর ইনায়েতের ভূমিকায় হলিউডে অভিষেক হচ্ছে ভারতীয় অভিনেত্রী রাধিকা আপ্তের। টুইটারে রাধিকাই এখবর দিয়েছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের গুপ্তচর সংস্থাকে নিয়েই তৈরি হচ্ছে হলিউডের ওই ছবিটি।
ছবিতে রাধিকাকে ছাড়াও আমেরিকান ক্রাইম সিরিজ ‘ক্যাসল’ খ্যাত অভিনেত্রী স্টানা ক্যাটিক ও ‘ইক্যুইটি’ খ্যাত অভিনেত্রী সারা মেগান থমাসকে।
টিপু সুলতানের এই বংশধর নূর ইনায়েত খান। ১৯১৪ সালে মস্কোতে জন্ম হয় নূরের। পরে ইংল্যান্ড ও ফ্রান্সে বেড়ে ওঠেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিলেন উইনস্টন চার্চিলের গুপ্তচর সংস্থায়। পরিচিতের বিশ্বাসঘাতকতায় ধরা পড়ে যান।
কালের আলো/এসএস