বিমানযাত্রীদের সুবিধার্থে চট্টগ্রামে চালু হচ্ছে ওয়াটার বাস সার্ভিস

প্রকাশিতঃ 10:34 am | November 26, 2019

কালের আলো ডেস্ক:

সড়কপথে বিমানযাত্রীদের দুর্ভোগ কমাতে চট্টগ্রামে চালু হচ্ছে ওয়াটার বাস সার্ভিস। এই প্রকল্পটি বাস্তবায়ন করছে ড্রাইডক কর্তৃপক্ষ।

প্রতিদিন কর্ণফুলীর সদরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলবে এই সার্ভিস। ৮ নটিক্যাল মাইলের জন্য ভাড়া নির্ধারন করা হয়েছে জনপ্রতি ৪২০ টাকা। তবে ভাড়া বেশি হওয়ায় সার্ভিসটির টিকে থাকা নিয়ে শঙ্কা জানিয়েছেন অনেকেই।

চট্টগ্রামের আগ্রাবাদ থেকে শাহ আমানত বিমাবন্দর পর্যন্ত সর্বোচ্চ ৩০ মিনিটের পথ যানজটের কারণে লাগছে আড়াই থেকে তিন ঘণ্টা। সময়মতো পৌঁছতে না পেরে ফ্লাইট মিস করছেন অনেকেই। বিমানযাত্রীদের যানজট থেকে মুক্তি দিতেই চালু হচ্ছে এই ওয়াটার বাস সার্ভিস।

প্রথমে দুটি ওয়াটার বাস দিয়ে এই সার্ভিস চালু করা হবে। যদি যাত্রীদের ভালো সাড়া মেলে তাহলে বাড়ানো হবে বাসের সংখ্যা।

তবে মাত্র ৮ নটিক্যাল মাইলের জন্য ৪২০ টাকা ভাড়া অনেক বেশি। বাস্তবসন্মত ভাড়া নির্ধারণের দাবি পরিবেশ ফোরাম নেতাদের।

বাংলাদেশ পরিবেশ ফোরামের সাধারণ সম্পাদক আলীউর রহমানের মতে, ‘দু ধরণের বাস সার্ভিস চালু করতে হবে। সাধারণ যাত্রীদের জন্য তিনটা অথবা পাঁচটা ঘাট ধরে বিমানবন্দর পর্যন্ত যাবে। আর অন্যটা সরাসরি বিমানবন্দর পর্যন্ত যাবে। তাহলে সাধারণ মানুষ সম্পৃক্ত হবে।’ ভাড়া কমালে প্রকল্পটি জনপ্রিয়তা পাবে বলে মনে করছেন স্থানীয়রা।

কালের আলো/এডিবি