স্প্যানিশ লা লিগা: আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

প্রকাশিতঃ 11:20 am | December 01, 2019

স্পোর্টস ডেস্ক:

স্প্যানিশ লা লিগায় আলাভেসকে হারিয়ে লিগের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে নেমে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

আলাভেসের মাঠে ২-১ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সার্জিও রামোসের গোলে এগিয়ে যায় রিয়াল। ৫২ মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্ট থেকে দলকে এগিয়ে দেন তিনি।

এরপর, আবার রামোসের কারণেই ম্যাচে সমতা আনার সুযোগ পায় আলাভেস। জার্মান স্ট্রাইকার হোসেলুকে রামোস ফাউল করায় পেনাল্টি পায় আলাভেস। ৬৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করে নেন লুকাস পেরেস।

এরপর, ৪ মিনিট পরেই রিয়ালের জয়সূচক গোলটা করেন কারবাহাল।

এই জয়ে ১৯ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর, এক ম্যাচ কম খেলে ২৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে বার্সা।

কালের আলো/এডিবি