আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশিতঃ 2:00 am | April 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
ময়মনসিংহে মোহাম্মদ বাবু (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।

শুক্রবার (২০ এপ্রিল) রাত ৮ টার দিকে নগরীর কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটি হত্যা মামলার আসামি বাবু ও তার লোকজন মোহাম্মদ বাবুকে (২২) নৃশংসভাবে কুপিয়ে আহত করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পর পরই বাবু মারা যায়।

জানতে চাইলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। পরে বিস্তারিত জানানো হবে।

কালের আলো/এসআর/ওএইচ