ষষ্ঠবারের মতো ব্যালন ডি’অর জিতলেন মেসি
প্রকাশিতঃ 9:12 am | December 03, 2019
স্পোর্টস ডেস্ক:
ক্রিস্তিয়ানো রোনালদো ও ভার্জিল ফন ডাইককে হারিয়ে এ বছরের ব্যালন ডি’ অর জিতেছেন লিওনেল মেসি।
সোমবার (২ ডিসেম্বর) ফ্রান্সের রাজধানী প্যারিসে এক জমকালো অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেওয়া হয় ফরাসি সাময়িকী ‘ফ্রান্স ফুটবল’– এর পুরস্কার ব্যালন ডি’ অর।
রেকর্ড ষষ্ঠবারের মতো পুরস্কারটি জিতলেন মেসি। এতদিন সমান পাঁচবার করে পুরস্কারটি জয়ের রেকর্ড ছিল মেসি ও রোনালদোর। বরাবরের মতো গত মৌসুমটা দারুণ কাটে মেসির।
লা লিগায় সর্বোচ্চ ৩৬ গোল করে জিতে নেন পিচিচি ট্রফি ও ইউরোপিয়ান গোল্ডেন শু। চ্যাম্পিয়ন্স লিগে করেন সর্বোচ্চ ১২ গোল।
গত অগাস্টে মেসি ও রোনালদোকে হারিয়ে উয়েফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন ফন ডাইক।
পরের মাসে এই ডাচ ডিফেন্ডার ও পর্তুগিজ তারকা রোনালদোকে পেছনে ফেলে প্রথমবারের মতো ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নেন বার্সেলোনা তারকা মেসি।
কালের আলো/এডিবি