রাজধানীতে এবার বাসের চাপায় পা হারালেন ময়মনসিংহের এক গৃহকর্মী
প্রকাশিতঃ 12:08 pm | April 21, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
এবার রাজধানীতে বাসের চাপায় পা হারালেন রোজিনা নামে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাও গ্রামের এক গৃহকর্মী।
শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
পা হারানো রোজিনার বাবার নাম রসুল মিয়া।
সেই ঘাতক বাস (ঢাকা মেট্রো-ব এ-১১-৫৭) আর চালক বনানী থানায় আছে বলে জানা গেছে।
জানা গেছে, রোজিনা (২০) নিকেতন থেকে তার এক আত্মীয়ের সাথে দেখা করতে মহাখালী যান। রাত সাড়ে ৯টার দিকে মহাখালী থেকে নিকেতনের উদ্দেশ্যে রওনা হন। রোজিনা রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় এয়ারপোর্টের দিকে ছুটে চলা বেপরোয়া গতির একটি বি আর টিসির দোতলা বাস রোজিনাকে চাপা দেয়। চাকার নিচে চলে যায় রোজিনার পা। সেখানেই বিচ্ছিন্ন হয়ে পড়ে রোজিনার পা। বাসচালক পালানোর চেষ্টা করলে পথচারীরা তাকে ধরে ফেলে। পরে পুলিশ আসলে তাদের কাছে সোপর্দ করা হয়। পুলিশ বাসটি থানায় নিয়ে যায়।
বর্তমানে রোজিনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আরেকটা পায়ের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
কালের আলো/ওএইচ