রাঙ্গামাটিতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

প্রকাশিতঃ 12:58 pm | December 04, 2019

কালের আলো ডেস্ক:

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় গিরি চাকমা (৪০) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

উপজেলার দুর্গম সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকা থেকে বুধবার (৪ নভেম্বর) সকালে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গিরি চাকমা ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে পরিচিত।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোভা চাকমা ওরফে গিরি চাকমা ওই এলাকার বাসিন্দা গোপাল চন্দ্র চাকমার ছেলে। বুধবার সকালে সাবেক্ষং ইউনিয়নের বড়পুল এলাকায় একটি গুলিবিদ্ধ মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। নিহত ব্যক্তির নাম গিরি চাকমা। তিনি ইউপিডিএফ প্রসীত গ্রুপের কর্মী হিসেবে এলাকায় পরিচিত।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙমাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কালের আলো/এডিবি