বৃহস্পতিবার খালেদা জিয়ার স্বাস্থ্য রিপোর্ট আদালতে দাখিল হচ্ছে না

প্রকাশিতঃ 10:09 am | December 05, 2019

কালের আলো ডেস্ক:

হাইকোর্টের আপিল বিভাগের নির্দেশ অনুযায়ী, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট বৃহস্পতিবার আদালতে দাখিল করা হচ্ছে না।

এ তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধায় জানানো হয়, মঙ্গলবার তার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। কিন্তু রিপোর্ট এখনো পর্যন্ত হাতে না আসায় বৃহস্পতিবার তা আদালতে দাখিল করা সম্ভব হচ্ছে না।

এর আগে, বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা জানাতে মেডিক্যাল বোর্ড গঠন করে তার রিপোর্ট আদালতে দাখিল করতে নির্দেশ দেয় আপিল বিভাগ।

একই সঙ্গে, ৫ই ডিসেম্বরের মধ্যে এই রিপোর্ট দাখিল করতে বলা হয়েছে। এদিন খালেদা জিয়ার জামিনের আদেশের জন্য দিনও ধার্য করেছে আদালত।

দুর্নীতির পৃথক দু’টি মামলায় দণ্ডিত বিএনপি নেত্রী খালেদা জিয়া বর্তমানে বিএসএমএমই-তে চিকিৎসাধীন রয়েছেন।

কালের আলো/এডিবি