ফ্রেঞ্চ লিগ ওয়ান: নেইমার-এমবাপ্পের গোলে জয় পেলো পিএসজি

প্রকাশিতঃ 12:21 pm | December 05, 2019

স্পোর্টস ডেস্ক:

লিগ ওয়ানে এমবাপ্পে, নেইমারের গোলে দারুন জয় পেয়েছে পিএসজি। নঁতেকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষস্থান আরও পাকা করেছে দলটি।

ঘরের মাঠে এ ম্যাচে প্রথমার্ধ থেকেই বল দখলে এগিয়ে পিএসজি। ৪১ মিনিটে নেইমারের গোলে লিড নিতে পারতো স্বাগতিকরা। কিন্তু, ভিএআরে বাতিল হয় সেটা।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন এমবাপ্পে। ৮৫ মিনিটে এমবাপ্পের বদলি হয়ে নামা আর্জেন্টাইন ফরোয়ার্ড মাউরো ইকার্দি ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় পিএসজি। স্পট কিক থেকে গোল করেন নেইমার। ফলে, ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

১৫ ম্যাচে ১২ জয়ে ৩৬ পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ লিগ টেবিলের শীর্ষে আছে পিএসজি। ৩১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা মার্সেই।

কালের আলো/এডিবি