বাংলাদেশ থেকে ফেরার পথে বিএসএফ’র গুলিতে ভারতীয় নাগরিক নিহত

প্রকাশিতঃ 1:56 pm | December 06, 2019

নিউজ ডেস্ক:

এবার বিএসএফের গুলিতে নিহত হলেন এক ভারতীয় নাগরিক। অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আবার একই কায়দায় নিজের দেশে ফিরে যাওয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এ ভারতীয় নাগরিক নিহত হন।

কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাহেবের আলগা সীমান্তে শুক্রবার (৬ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।

সাহেবের আলগা বর্ডার আউট পোস্ট (বিওপি) এলাকায় আন্তর্জাতিক পিলার ১০৫২ (২এস) এর কাছে গুলিবিদ্ধ হন ওই ভারতীয় নাগরিক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ভারতীয় ওই নাগরিক সাহেবের আলগা সীমান্তের ডিগ্রিরচরের চুলকানির খাল এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করছিলেন। এসময় জিরো লাইনের দেড়শ’ গজ ভারতীয় অংশে কাঁটাতারের কাছে পৌঁছালে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ওই ভারতীয় নাগরিক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। পরে বিএসএফ সদস্যরা তার লাশ নিয়ে যায়।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি গরু ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসেছিলেন। পরে একই পথে ভারতে ফেরার সময় বিএসএফ তাকে বাংলাদেশি ভেবে গুলি করেন।

বিজিবি ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আজাদ বলেন, ‘নিহত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানতে পেরেছি। সে জিরো লাইন থেকে দেড়শ’ গজ উজানে ভারতীয় অংশে কাঁটাতারের কাছে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। আমরা বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে বৈঠকে বসার ব্যবস্থা নিচ্ছি।’

কালের আলো/এডিবি