এসএ গেমস: ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জয় পেলো বাংলাদেশ

প্রকাশিতঃ 11:11 am | December 07, 2019

স্পোর্টস ডেস্ক:

অবশেষে সাউথ এশিয়ান (এসএ) গেমস ফুটবলে জয় পেলো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলে জিতেছে বাংলাদেশ। দলের হয়ে জয় সূচক গোলটি করেন মাহবুবুর রহমান সুফিল।

ম্যাচের শুরুতে লংকানদের কোনঠাসা করে রাখে বাংলাদেশ। ১১ মিনিটে পেনাল্টি এরিয়ার ভেতর সাদের ক্রস থেকে সুফিলের গোল। ১-০ ব্যবধানে এগিয়ে যায় জামাল ভূইয়ারা।

ম্যাচের সবচেয়ে বড় সুযোগ হাত ছাড়া করেন বদলি ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবন। ৭৮ মিনিটে তার সামনে ছিলেন শুধুই গোলরক্ষক। মিনিট পাঁচেক পরই আবারো সুযোগ আসে। এবার গোল মিসের মহানায়ক ইব্রাহিম। ফাঁকা পোস্টে বল পাঠাতে ব্যর্থ হন তিনি।

শেষ বাঁশি বাজায় ১-০ ব্যাবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ১৯৯৯ আর ২০১০ সালের স্বর্ণ জয়ীরা।

কালের আলো/এডিবি