রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষের গোলাগুলিতে নিহত ১ আহত ২

প্রকাশিতঃ 10:33 am | December 08, 2019

কালের আলো ডেস্ক:

কক্সবাজার জেলার টেকনাফে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। আর আহতরা হলেন শামসুল আলম ও মোহাম্মদ ফয়সাল। তাঁরা দু’জন একই ক্যাম্পের বাসিন্দা।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই ডাকাত দলের মধ্যে গোলাগুলিতে নিহত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম-পরিচয় এখনও জানা যায়নি।

তিনি বলেন, এ ঘটনায় আরও দু’জন গুলিবিদ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর পুলিশের অভিযান চলছে।

কালের আলো/এডিবি