দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৮ ডিগ্রি সেলসিয়াস

প্রকাশিতঃ 2:44 pm | December 08, 2019

কালের আলো ডেস্ক:

এ বছর এখন পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। রবিবার (৮ ডিসেম্বর) তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। প্রতিদিন তাপমাত্রা একটু একটু করে কমে আসছে। রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

গত শনিবার পঞ্চগড়ের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পতিবার ও শুক্রবার ছিলো ১০ ডিগ্রি সেলসিয়াস। রাত ও ভোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলেও দুপুর থেকে বিকেল পর্যন্ত তা গিয়ে দাঁড়ায় ২৬ ডিগ্রি সেলসিয়াসে।

এখন বিকেল গড়াতেই এ জেলায় তাপমাত্রা কমতে থাকে। সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত হালকা কুয়াশার সাথে সাথে উত্তরে হিমালয় থেকে ভেসে আসে ঠান্ডা বাতাস। রাতে রাস্তায় কুয়াশার জন্য যানবাহন চলতে সমস্যা হয়।

সকাল ৮ টার পর থেকেই কুয়াশা কেটে যায়। ঝলমলে রোদের দেখা মিলে। কিন্তু রাত থেকে সকাল পর্যন্ত বেশ ঠান্ডা অনুভূত হয়। শহরের চেয়ে গ্রামাঞ্চলে ঠান্ডার প্রকোপ বেশি।

এই সময়টিতে নিম্ন আয়ের মানুষদের শীত নিবারণ করতে কষ্ট হয়। অনেকেই রাত কিংবা ভোরে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায়। এছাড়া শীতের প্রকোপ বাড়তে শুরু করায় জেলার হাসপাতালগুলোতে দিন দিন ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।

কালের আলো/এডিবি