বানারীপাড়া ট্রিপল মার্ডার: নিহত বৃদ্ধার পুত্রবধূ গ্রেফতার
প্রকাশিতঃ 8:52 am | December 09, 2019
কালের আলো ডেস্ক:
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুরে ট্রিপল মার্ডারের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) রাতে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।
তিনি জানান, এই ঘটনায় গ্রেফতার হওয়া জাকির হোসের ও জুয়েলের দেওয়া তথ্য অনুযায়ী হত্যাকাণ্ডের সঙ্গে মিশরাত জাহানের জড়িত থাকার বিষয়টি সামনে আসে। এরপর তাকে বানারীপাড়ার সলিয়াবাকপুরের ওই বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
রবিবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. এনায়েত উল্লাহর খাস কামরায় জবানবন্দি দেয়। জবানবন্দিতে তাঁরা দু’জন হত্যার দায় স্বীকার করে। কুয়েত প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিসরাত জাহান মিশুর সঙ্গে ঘাতক জাকিরের অনৈতিক সম্পর্ক দেখে ফেলায় এ ট্রিপল মার্ডার সংঘটিত হয়েছে।
তবে এই হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্তের স্বার্থে এখনই এ বিষয়ে কিছু বলতে রাজি হননি বানারীপাড়া থানার ওসি শিশির কুমার পাল।
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সলিয়াবাকপুরের হাওলাদার বাড়ি এলাকার প্রবাসী আব্দুর রবের বাড়ি থেকে তার মা মরিয়ম বেগম, বোনের স্বামী অবসরপ্রাপ্ত শিক্ষক শফিকুল আলম (৬০) ও খালাতো ভাই মো. ইউসুফের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ।
কালের আলো/এডিবি