২০১৮ সালের সেরা ফুটবলার জামাল ভূইয়া

প্রকাশিতঃ 11:00 am | December 14, 2019

স্পোর্টস ডেস্ক:

২০১৮ সালের দেশসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন অধিনায়ক জামাল ভূইয়া। সাপোর্টারদের সংগঠন এসবিএফ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সেরা ফুটবলারদের পুরস্কৃত করেছে সংগঠনটি।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় সাপোর্টারস ও বাংলাদেশ ফুটবল অ্যাওয়ার্ড নাইট।

২০১৮ সালের দেশসেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম রানা, সেরা মিডফিল্ডার আবাহনীর সোহেল রানা, সেরা ফরোয়ার্ড তকলিস আহম্মেদ, সেরা ডিফেন্ডারের পুরস্কার পেয়েছেন ইয়াসিন খান। বয়স ভিত্তিকের সেরা ফুটবলার হয়েছেন ফয়সাল আহম্মেদ ফাহিম।

এদিকে, বর্ষসেরা ফুটবলারের সঙ্গে জামাল ভূঁইয়ার হাতে উঠেছে দর্শক ভোটে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডও। বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন মনিকা চাকমা। সেরা ইমার্জিং প্লেয়ার হয়েছেন রবিউল হাসান। প্রিমিয়ার লিগের সেরা কোচ হয়েছেন অস্কার ব্রুজেন আর সেরা পারফর্মার দানিয়েল কলিন্দ্রেস।

সংগঠক হারুন অর রশিদকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা।

কালের আলো/এডিবি