আদর্শ সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম : মোস্তাফিজুর রহমান

প্রকাশিতঃ 12:34 am | December 17, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আদর্শ দেশ ও সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন সুপ্তি সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন।

তিনি বলেছেন, আদর্শ দেশ ও সমাজ গঠনে এবং যুব সমাজকে বিপথগামিতা থেকে বিরত রেখে দুর্নীতি, মাদকমুক্ত সমাজ ও জাতি গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম।

সোমবার(১৬ ডিসেম্বর) ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ির ‘নলুয়াকুড়ি জুনিয়র ক্রিকেট ক্লাবের’ একযুগ পূর্তি উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক, কবি ও সাংবাদিক সফিউল্লাহ আনসারী। এ সময় নলুয়াকুড়ি জুনিয়র ক্রিকেট ক্লাবের প্রতিষ্ঠাতা শাকিব খাঁন উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান মামুন বলেন, স্থানীয় পর্যায়ের খেলাধুলার আয়োজন শুধু বিনোদনের খোরাকই যোগায় না পাশাপাশি পারস্পারিক সহমর্মিতা বৃদ্ধির মাধ্যমে আদর্শ সমাজ গঠনেও ভূমিকা রাখে।

এ সময় তিনি যুব সমাজের যেকোন ভালো কাজে সব সময় সর্বাত্মক সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এর আগে বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় শিক্ষক আলী আকবর, আল-কোরআন ফাউন্ডেশনের পরিচালক হাবিব জিহাদি, রতন মিয়া, আকরাম আহাম্মেদ, টুটুল আহাম্মেদ প্রমুখ।

অনুষ্ঠানে ছাত্রনেতা শামীম আহাম্মেদ, এ্যাডভোকেট শরীফ হাসান, নূরে আলম হবি, সজিব আহাম্মেদ, মোস্তাক আহাম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/বিআর/এমএম