বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড়ে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১
প্রকাশিতঃ 11:14 am | December 17, 2019
কালের আলো ডেস্ক:
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্বপাড়ে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় গুরুতর আহত চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী হাবিবুর রহমান নিহত হন। এ সময় আহত হন আরও কমপক্ষে চারজন। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়।গাড়ি দুটি থানায় হেফাজতে রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
কালের আলো/এডিবি