শবনমের প্রথম ক্রাশ মাশরাফি
প্রকাশিতঃ 10:18 am | April 27, 2018
শোবিজ ডেস্ক, কালের আলো:
জাতীয় দলের টাইগার তারকা মাশরাফি বিন মর্তুজার জনপ্রিয়তা পুরো বিশ্ব জুড়ে। তার প্রতি শ্রদ্ধা-ভালোবাসা সবারই অন্য রকম। কিন্তু কারো কারো কাছে তিনি প্রথম ভালো লাগা বা প্রথম ভালোবাসাও। তারই একজন হলেন বাংলাদেশের উঠতি তারকা অভিনেত্রী শবনম ফারিয়া।
সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানালের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে শবনম ফারিয়া তাঁর জীবনের অনেক বিষয় নিয়ে কথা বলেছেন। যার পাশাপাশি অকপটে বলেছেন নিজের প্রথম প্রেম নিয়ে। তিনি জানিয়েছেন, প্রথম দেখায় শান্তশিষ্ট মাশরাফিরই প্রেমে পড়ে গিয়েছিলেন বাংলাদেশের অভিনেত্রী শবনম ফারিয়া।
নিজের প্রথম ভালোলাগা নিয়ে ফারিয়া বলেন, ‘প্রথম যেদিন সামনা-সামনি মাশরাফিকে দেখি, আমার পা কাঁপছিল। আধাঘন্টা কথা বলতে পারছিলাম না।’
স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে ২০০৯ সালে প্রথমবার মাশরাফিকে সরাসরি দেখেন তিনি। তারপরেই রীতিমতো এই তারকার জন্য পাগল তিনি।
আরো যোগ করে বলেন,‘আমি শুধু মাশরাফির ভক্ত-ই না, আমার প্রথম ক্রাশ বলতে পারেন মাশরাফি। প্রথমবার দেখায় নিশ্চুপ ছিলাম শুধু দেখছিলাম তাকিয়ে।’
কালের আলো/এইচএস