টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিতঃ 1:47 pm | December 19, 2019

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল করিম (৩৮) নামে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোর রাতে টেকনাফের টুরিস্ট পার্ক এলাকায় এ ঘটনা ঘটে।

এসময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র, ১০ হাজার পিস ইয়াবা, তিন রাউন্ড তাজা কার্তুজ, দুইটি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

করিম টেকনাফের হ্নীলার লেদা ২৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প এলাকার ডি ব্লকের আব্দুস সালামের ছেলে। তার বিরুদ্ধে থানায় খুন, ডাকাতি, অপহরণ ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনর্চাজ লেফটেন্যান্ট মির্জা শাহেদ মাহাতাব (এক্সবিএন)।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার ভোর রাতে মাদক পাচারের জন্য টেকনাফ স্থলবন্দর সংলগ্ন বরইতলী এলাকায় একদল ডাকাত অবস্থান করছে, এমন গোপন সংবাদে র‍্যাবের একটি বিশেষ টহল দল সেখানে যায়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায় ডাকাতরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। বেশ কিছুক্ষণ গুলি বিনিময়ের পর ডাকাতরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে ওই এলাকা তল্লাশি করে ইয়াবা ও অস্ত্রসহ গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আহত অবস্থায় তার পরিচয় শনাক্ত করা হয়েছে।

নিহত ডাকাতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন র‍্যাব এই কর্মকর্তা।

কালের আলো/এমএম/এডিবি