ময়মনসিংহে থাকা ১০ সদস্যের পরিবারটি চলতো রোজিনার উপার্জনেই
প্রকাশিতঃ 10:02 am | April 29, 2018
বিশেষ প্রতিবেদক, কালের আলো
গত আট বছর ধরে সংসারের প্রধান উপার্জনকারী রোজিনা খাতুন (২০)। তার আয় দিয়েই চলছিল ময়মনসিংহে থাকা ১০ সদস্যের পরিবারটি। গত শুক্রবার (২০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় উত্তরাগামী বিআরটিসি একটি দোতলা বাসের চাপায় পৃষ্ট হয়ে পা হারানোর পর রোববার (২৯ এপ্রিল) সকাল ৭টা ২০ মিনিটে ঢামেক হাসপাতাল পুরাতন ভবনের জেনারেল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।।
রাজধানীর কাওরান বাজারে ওভারটেকিংয়ের সময় গায়ে গায়ে ঘষা লাগা দুই বাসের প্রবল চাপে হাত হারানো রাজীব হোসেন মারা যাওয়ার দুদিন পরই বাসচাপায় পা হারান রোজিনা খাতুন। আর রাজীব যেদিন মারা যান সেদিনই ট্রাকের ধাক্কায় হাত হারিয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাসযাত্রী খালিদ হোসেন হৃদয়। গতকালও ঢাকার যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের চাপায় মো. রাসেল (২৫) নামে যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
একমাত্র উপার্জনক্ষম মেয়েকে হারিয়ে কাঁদতে কাদঁতে বাবা রসুল মিয়া বলেন, ‘এতদিন ধরে সংসার চালিয়েছে রোজিনা। গত আট বছর ধরে সে ঢাকায় কাজ করছে। ছোট থাকতেই কাজে ঢাকায় আসে। ঘটনার দিন বান্ধবীর সঙ্গে দেখা করে যে বাড়িতে কাজ করে সেখানেই ফিরছিল রোজিনা। এই সময় দুর্ঘটনাটি ঘটে।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর রোজিনাকে এক ভদ্রলোক পঙ্গু হাসপাতালে নিয়ে আসেন। তখনও ওর জ্ঞান ছিল। এসময় সে যে বাড়িতে কাজ করে, ওই ম্যাডামের ফোন নম্বর দেয়। তখন ওই ভদ্রলোক ম্যাডামকে ফোন করে বলেছেন, রোজিনা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে, আপনারা আসেন। তারপর ম্যাডাম আমাকে ফোন করে আসতে বলেন।’
কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘আমি তখন এই কাপড়েই ছিলাম। বাবা, আমি আর কিছুই কইতাম পারি না। দৌঁড় মাইরা বাসে উঠছি। দেরি করলে তো ঢাকায় আসার জন্যি রাতে আর বাস পাইতাম না।’ তিনি বলেন, ‘ডাক্তাররা আমার সঙ্গে কোনও কথা বলেননি, যা কথা স্যারের সঙ্গেই বলেছেন।’
রাবিয়া খাতুন ও রশিদ মিয়ার ছয় মেয়ে, এক ছেলে। বড় মেয়ে রমিজা খাতুনের বিয়ে হয়েছে। দাদি রাশিদা খাতুন বলেন, ‘আমার নাতিনদের মধ্যে সে-ই খুব হুঁশিয়ার। সেই ছোট থাকতে কামে দিছি। এহন থন কাম করি সংসার চালাইতাছে। মাইয়াডার কী হইব আল্লাহ জানে!’
রোজিনা বেসরকারি টেলিভিশন জি টিভির প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা ও মাহবুব আরা দম্পতির বাসার গৃহকর্মী। ওই ঘটনায় জি টিভির স্টাফ রিপোর্টার মহিউদ্দিন আহমেদ বনানী থানায় মামলা করেছেন। বনানী থানা পুলিশ বাসের চালক রফিকুল ইসলাম মুন্নাকে গ্রেফতার করেছে।
আরও পড়ুন: মারা গেলেন বাসচাপায় পা হারানো ময়মনসিংহের রোজিনা
কালের আলো/এমএস/ওএইচ